বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত 13 ডিসেম্বর, শহরে এসেছিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। এরপর কলকাতা সফর শেষ করে প্রথমে হায়দরাবাদ এবং পরবর্তীতে মুম্বই পৌঁছন আর্জেন্টাইন মহাতারকা। মহারাষ্ট্রের শহরে একগুচ্ছ কর্মসূচির পর রাজধানীর বুকে পা রাখেন লিও। হিসেব মতো, সেটাই ছিল মেসির সফরসূচির শেষ স্থল। তবে আচমকা বদলে যায় ফুটবলারের সফর তালিকা। দিল্লি থেকে সোজা আর্জেন্টিনার উদ্দেশ্যে রওনা না দিয়ে অনন্ত আম্বানির ডাকে গুজরাতের জামনগরের বনতারায় ঘুরতে যান LM10। আর তারপরই বিশ্বজয়ী ফুটবলারকে একটি বহু মূল্যবান ঘড়ি (Lionel Messi Watch) উপহার দেন আম্বানি পুত্র অনন্ত। যা এখন চর্চার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।
চর্চায় মেসির হাতঘড়ি
কোনও রকম ফ্যাশন মিটিং কিংবা প্রীতি ম্যাচ বা অন্যান্য কর্মসূচি নয়, বরং বনতারা ঘুরতে গিয়েছিলেন লিও। সেখানেই আর্জেন্টাইন ফুটবলারের সাথে ছিলেন তার বন্ধু রদ্রিগো ডি পল এবং লুইস সুয়ারেজ। মেসিদের স্বাগত জানাতে সেখানে পৌঁছেছিলেন অনন্ত আম্বানি এবং তার স্ত্রী রাধিকা মার্চেন্ট। আর সেখানেই লিওনেল মেসিকে একটি চমৎকার ঘড়ি উপহার দেন অনন্ত। কালো রঙের কার্বন কেসে জড়ানো ঘড়িটি হাতে পেয়ে একেবারে আনন্দে গদগদ হয়ে যান ফুটবলার। আর তারপর থেকেই লিওর হাতঘড়ি হয়ে উঠেছে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
মেসির হাতঘড়ির বৈশিষ্ট্য কী দামই বা কত?
প্রথমেই বলে রাখি, ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে রিচার্ড মিলির RM003-V2 GMT Tourbillon Asia Edition এর ঘড়ি উপহার দিয়েছিলেন আম্বানি পুত্র অনন্ত। গোটা বিশ্বে এই ঘড়ি রয়েছে মাত্র 12টি। যার মধ্যে একটি এখন লিওর মালিকানাধীন। মূলত কালো কার্বন কেস জড়ানো এই ঘড়ির ভেতরে রয়েছে একটি স্কেলিটোনাইজ়ড ডায়াল। যার দৌলতে বাইরে থেকে এর ভিতরের সমস্ত কারুকার্য চাক্ষুষ করা যায়। পারফরম্যান্স এর দিক থেকেও অন্যান্য বহুমূল্যবান ঘড়িকে হার মানাবে এটি।
During his visit to India, Lionel Messi received an ultra-rare Richard Mille RM 003 V2 “Asia Edition” as a gift from Anant Ambani.
This watch is one of Richard Mille’s early and most iconic models, which estimated market value is $1.1 million. pic.twitter.com/r4r1lZYG2K
— All About Argentina
(@AlbicelesteTalk) December 16, 2025
অবশ্যই পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে ফের অ্যাকশন ভারতের! ঢাকায় ভিসাকেন্দ্র বন্ধ করে রাষ্ট্রদূতকে দিল্লি তলব
ওজনে হালকা এই ঘড়িটির দাম আনুমানিক 10.9 কোটি টাকা। বলে রাখি, রিচার্ড মিলির প্রাথমিক এবং সবচেয়ে বহুমূল্যবান ও আইকনিক মডেলগুলির মধ্যে মেসির হাতের ঘড়ির মডেলটি অন্যতম। তবে অনেকেই হয়তো জানেন, অনন্তের তরফে পাওয়া এই ঘড়ি ছাড়াও লিওর নিজস্ব ঘড়ির কালেকশনও নেহাত কম নয়। না বললেই নয়, মেসির ঘড়ির সংরক্ষণের মধ্যে রয়েছে রোলেক্সের Le Mans ঘড়িটি। যার পুরোটাই তৈরি হয়েছে 18 ক্যারেট সোনা দিয়ে। এছাড়াও রোলেক্স ব্র্যান্ডের Audemars Piguet Royal Oak “Jumbo” Extra-Thin, GMT Master II, বারবি রোলেক্স, Patek Philippe World Time Minute Repeater এর মতো একাধিক সংস্করণের ঘড়ি রয়েছে।

During his visit to India, Lionel Messi received an ultra-rare Richard Mille RM 003 V2 “Asia Edition” as a gift from Anant Ambani.
(@AlbicelesteTalk)