বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোপন সম্পর্কের কথা জানতে পারায় আমাকে মারধর করত! সম্প্রতি বিরাট কোহলিদের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা পেসার যশ দয়ালের বিরুদ্ধে এমনই অভিযোগ (Allegation Against RCB Star) এনেছেন এক তরুণী।
জানা যাচ্ছে, RCB তারকার বিরুদ্ধে মানসিক এবং শারীরিক নির্যাতন প্রসঙ্গে ইন্টিগ্রেটেড গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম পোর্টালে একাধিক অভিযোগ দায়ের করেন যশ দয়ালের ওই প্রাক্তন বান্ধবী। আর এর পরই তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে গাজিয়াবাদ পুলিশ।
খবর পৌঁছেছে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে
একাধিক প্রতিবেদন মারফত খবর, ভারতের তারকা ক্রিকেটার যশ দয়ালের বিরুদ্ধে ওই তরুণী যেসব শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন, তা নাকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় পর্যন্তও পৌঁছে গিয়েছে। সূত্রের খবর, নিজের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ওই তরুণী নাকি নানান জায়গায় যশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন।
ভারতীয় তারকার বিরুদ্ধে একাধিক অভিযোগ
জানা যাচ্ছে, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা পেসার দয়ালের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে ওই মহিলা বলেন, যশ তাঁর সাথে অন্তত পাঁচ মাস ধরে সম্পর্কে ছিল। এদিকে ওই তরুণীর দাবি, তাঁর সাথে সম্পর্কে থাকাকালীন অন্যান্য মহিলাদের সাথে গোপনে সম্পর্ক চালিয়ে গিয়েছিল যশ। যা জানতে পারায় ওই তরুণীকে মারধর করা হতো বলেও অভিযোগ করা হয়েছে।
পীড়িতা আরও বলেন, যশ নাকি বেশ কিছুদিন ধরে তাঁর সাথে খুব একটা ভাল আচরণ করছিলেন না। পরবর্তীতে তিনি যখন জানতে পারেন ভারতীয় ক্রিকেটারের অন্যান্য নারীদের সাথে গোপন সম্পর্ক রয়েছে, তার পর থেকেই চলে অকথ্য অত্যাচার! তরুণীকে রীতিমতো মারধর করতে শুরু করেন RCB তারকা!
আর এর পরই চুপ থাকতে না পেরে শেষমেষ ইন্টিগ্রেটেড গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম পোর্টালে অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা। খোঁজ নিয়ে জানা গেল, প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে সমস্ত ঘটনা জানতে পেরে পরবর্তীতে নাকি ঊর্ধ্বদান কর্তৃপক্ষ ও মুখ্যমন্ত্রী অফিসেও অভিযোগ জমা করেছিলেন ওই তরুণী।
অবশ্যই পড়ুন: সরছে ধর্মতলার বাস স্টপ, পার্পল লাইন মেট্রো নিয়ে চরম সুখবর!
পীড়িত বলেন, থানায় লিখিত অভিযোগ দায়ের করে এসেছিলেন তিনি। তবে প্রথমদিকে নাকি পুলিশের তরফে কোনও রকম সারা পাননি নির্যাতিতা, আর এর পরই নাকি মুখ্যমন্ত্রীর কাছে ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, মহিলার পক্ষ থেকে অভিযোগ জমা পড়েছে। পোর্টালেও অভিযোগ দায়ের করেছেন তরুণী। ইতিমধ্যেই সেই মর্মে তদন্ত শুরু করেছে পুলিশ। আগামীতে দু পক্ষেরই বয়ান রেকর্ড করা হবে বলেই খবর। আর এই আবহেই প্রশ্ন উঠছে, তরুণীর গুরুতর অভিযোগে এবার কি তাহলে জেল যাত্রা হতে পারে RCB তারকার?