প্রশিক্ষণের মাধ্যমেই আয়ের সুযোগ, বেকারদের জন্য দারুণ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের

Utkarsh Bangla

সহেলি মিত্র, কলকাতা: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য রইল এক দারুণ সুখবর। এবার বেকাররা সহজেই পেয়ে যাবেন ভালো রকম চাকরি, মিলবে আয়ের সুযোগ। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের তরফে সকলের জন্য কিছু না কিছু প্রকল্প চালানো হচ্ছে।  আর এই প্রকল্পে আবেদন করে উপকৃত হচ্ছে ছোট থেকে বড় সকলেই। আজ পশ্চিমবঙ্গ সরকারের ‘উৎকর্ষ বাংলা’ (Utkarsh Bangla) প্রকল্প নিয়ে আলোচনা করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে আবেদন করে এবং ট্রেনিং নিয়ে পরবর্তীকালে বেকার যুবক-যুবতীরা অনায়াসে ভালো চাকরি পেয়ে যাবেন।

‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প কী?

আসলে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতর এই উৎকর্ষ বাংলা স্কিম চালাচ্ছে। এতে বিভিন্ন কারিগরি শিক্ষা থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রশিক্ষণ দেওয়া হয়। সরকারিভাবে এই প্রশিক্ষণ দেওয়া হয়। এরপরেই সরকারের পক্ষ থেকেই বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ দেওয়া হয়।

প্রকল্পের উদ্দেশ্য কী?

এবার আসা যাক প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে। ২০১৬ সালে এই প্রকল্প চালু করে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের আওতায় সমস্ত রাজ্যের বিভিন্ন আইটিআই, পলিটেকনিক, ভোকেশনাল ট্রেনিং সেন্টার ও স্বল্পমেয়াদি দক্ষতা বিকাশ কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেওয়া হয় টেলারিং ফিটিং, ইলেকট্রিশিয়ান, রিটেল, বিউটিশিয়ান এবং অন্যান্য ক্ষেত্রে। দক্ষতা বিকাশ কেন্দ্রগুলিতে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সবাইকে শংসাপত্র দেওয়া হয়। এমনকি ট্রেনিং নেওয়ার পর কোনও জায়গায় চাকরির জন্য হন্যে হয়ে  ঘুরতে হয় না। কারণ এই স্কিমের আওতায় সফলদের প্লেসমেন্ট বা কাজের সুযোগ করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ নিতে চেয়েছিল KKR, ছিনিয়ে নেয় CSK! সেই কার্তিক শর্মার জীবন সংগ্রামের কাহিনী কাঁদিয়ে দেবে

কোথায় এবং কারা আবেদন করতে পারবেন?

জানা গিয়েছে, আবেদনকারীকে অবশ্যই এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। তাকে পরিচয়পত্র, বাসস্থানের প্রমাণ পত্র, জাতিগত শংসাপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি-সহ অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হবে www.pbssd.gov.in সাইটে গিয়ে। সরকারি এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। এর পাশাপাশি যোগাযোগ করা যেতে পারে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, কারিগরি ভবন, প্লট-B/7, অ্যাকশন এরিয়া-।।।. রাজারহাট, নিউটাউন, কলকাতা-৭০০১৬০ -এ।

Leave a Comment