8000mAh ব্যাটারি, দারুণ প্রসেসর, লঞ্চ হল OnePlus 15R! জানুন দাম ও ফিচার্স

OnePlus 15R

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের স্মার্টফোন বাজারে বিরাট চমক দিল OnePlus। হ্যাঁ চিনা স্মার্টফোন ব্র্যান্ডটি আজ ‘Rise as One’ ইভেন্টে ব্যাঙ্গালুরুতে লঞ্চ করেছে নতুন স্মার্টফোন OnePlus 15R। আর একই সঙ্গে আত্মপ্রকাশ করেছে নতুন OnePlus Pad Go 2 ট্যাবলেটও। জানা গিয়েছে নতুন OnePlus 15R মূলত OnePlus 13R এর জায়গা দখল করবে এবং প্রিমিয়াম সেগমেন্টে এটি পাকাপোক্ত প্রতিদ্বন্দ্বী হতে চলেছে। কিন্তু কী কী ফিচার্স রয়েছে এই ফোনের? বিস্তারিত জানতে পড়ুন এই প্রতিবেদনটি।

OnePlus 15R এর স্পেসিফিকেশন কী রয়েছে?

ফোনটি লঞ্চের আগেই কিছু ফিচার ফাঁস হয়েছে। আর সেগুলি হল—

ডিসপ্লে- এই ফোনটিতে 6.7 ইঞ্চির একটি OLED প্যানেল দেওয়া রয়েছে, যার রেজোলিউশন 1.5K এবং রিফ্রেস রেট 120Hz।

ব্যাটারি ও চার্জিং- ফোনটিতে 8000mAh এর একটি ব্যাটারি দেওয়া রয়েছে। আর সঙ্গে 100W ফার্স্ট চার্জিং সাপোর্ট করবে। অর্থাৎ, একবার চার্জ দিলেই ফোনটিতে অনায়াসে একদিন গেমিং থেকে শুরু করে যেকোনও ভারী কাজ করা যাবে।

প্রসেসর- এই ফোনটি বিশ্বের প্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসর যুক্ত স্মার্টফোন হতে চলেছে। আর এই ফোনটিতে সর্বোচ্চ 16GB পর্যন্ত RAM থাকবে।

ক্যামেরা- বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, OnePlus 15R ফোনটিতে থাকতে পারে 50MP একটি প্রাইমারি ক্যামেরা, 8MP সেকেন্ডারি সেন্সর। তাই যারা ফটোগ্রাফি করতে ভালবাসেন, তাদের জন্য এটি বিরাট সুযোগ। এখন শুধু এই ধামকাদার স্মার্টফোনটি লঞ্চ হওয়ার পালা।

আরও পড়ুন: ২০২৬ সালে দুটি সূর্যগ্রহণ কবে কত তারিখে পড়ছে? দেখুন দিনক্ষণ, সময়সূচী ও স্থান

OnePlus 15R এর সম্ভাব্য দাম

বলে রাখি, ভারতে OnePlus 13R এর দাম ছিল শুরুতে 42,999 টাকা এবং টপ ভেরিয়েন্টের দাম পৌঁছে গিয়েছিল 49,999 টাকা। তবে এবার এই ফোনটির দাম রাখা হতে পারে 45,000 টাকার কাছাকাছি, যেখানে ব্যাঙ্ক অফার এবং অন্যান্য ডিসকাউন্ট আলাদা ভাবে প্রযোজ্য থাকছে। তাই এখন শুধুমাত্র বাজারে আসার অপেক্ষা এই ধামাকাদার স্মার্টফোনটি।

Leave a Comment