সৌভিক মুখার্জী, কলকাতা: কম খরচে ধামাকাদার রিচার্জ প্ল্যান খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল বিরাট সুখবর। কারণ, আপনি যদি রিলায়েন্স জিও গ্রাহক হয়ে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। সম্প্রতি জিও একটি 103 টাকার সস্তার রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan) চালু করেছে, যেখানে 28 দিনের ভ্যালিডিটি অফার করা হচ্ছে। এমনকি এই প্ল্যানে ডেটা অ্যাক্সেসের সাথে ওটিটি সুবিধাও মিলছে। বিস্তারিত জানতে চোখ রাখুন প্রতিবেদনটির উপর।
Jio-র 103 টাকার ধামাকাদার প্ল্যান
সম্প্রতি জিও যে 103 টাকার রিচার্জ প্ল্যানটি চালু করেছে, যেখানে 5GB হাই-স্পিড ডেটা পাওয়া যাচ্ছে। আর এই প্ল্যানে ডেটা ছাড়াও প্রিমিয়াম ওটিটি এর সুবিধা পাওয়া যাবে। এমনকি ব্যবহারকারীরা হিন্দি এন্টারটেইনমেন্ট, ইন্টারন্যাশনাল এন্টারটেইনমেন্ট বা রিজনাল কনটেন্ট বেছে নিজেদের ইচ্ছামতো দেখতে পাবে। রিচার্জ করার পর My Jio ভাউচার পাওয়া যাবে। সেখান থেকেই আপনি ওটিটি সুবিধাগুলি বেছে নিতে পারবেন।
জানা যাচ্ছে, হিন্দি এন্টারটেইনমেন্ট অপশনের মধ্যে Sony LIV থেকে শুরু করে ZEE5 এমনকি JioHotstar এর অ্যাক্সেস থাকছে, যেখানে বিনামূল্যে ক্রিকেট ম্যাচ থেকে শুরু করে ওয়েব সিরিজ বা সিনেমা দেখা যাবে। আর ইন্টারন্যাশনাল কনটেন্টের ভিতর Sun NXT, Kanchha Lannka, এবং Hoichoi এর মতো ওটিটি অপশন পাওয়া যাবে।
আরও পড়ুন: কর্কট রাশিফল ২০২৬: কেমন কাটবে নতুন বছর
কীভাবে এই ওটিটি অ্যাপগুলি পাবেন?
জানিয়ে রাখি, রিডিম করার পর আপনাকে 28 দিনের জন্য পছন্দের ওটিটি সাবস্ক্রিপশন নিতে হবে। আর JioTV অ্যাপ মূলত Sony LIV, ZEE5, FanCode, Discovery+, Sun NXT, Lionsgate Play, Kanchha Lannka, এবং Hoichoi মতো প্ল্যাটফর্মগুলিকে এক্সেস করবে। পাশাপাশি কোম্পানি ফ্লেক্সিবল ডেটা ব্যবহারকে ডিজিটাল ইন্টারনেট অফারগুলোর সঙ্গে পেয়ার করে দিয়েছে। সেখান থেকে আপনি পছন্দভিত্তিক কন্টেন্ট বেছে নিতে পারবেন। তবে বলে রাখি, এটি কোনওরকম কলিং বা এসএমএস প্যাক নয়। শুধুমাত্র ডেটা এবং ওটিটি পাওয়া যাবে এই প্ল্যানে। তাই এখনই রিচার্জ করুন এই প্ল্যান এবং উপভোগ করুন আনলিমিটেড সব সুবিধা।