টি-টোয়েন্টি দল থেকে বাদ! KKR-র প্রথম একাদশে জায়গা পাবেন তো রিঙ্কু সিং?

KKR First Possible Playing XI for IPL 2026

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে একেবারে সর্বশক্তি দিয়ে ঘুরে দাঁড়াচ্ছে কলকাতা নাইট রাইডার্স। একই ভুলের পুনরাবৃত্তি যাতে IPL 2026 এর আসরে না হয়, সেজন্যই প্রধান কোচ থেকে শুরু করে বোলিং কোচ এমনকি সহকারি কোচও বদলে ফেলেছে শাহরুখ খানের দল। বাকি ছিল শুধু কয়েকজন মারকাটারি প্লেয়ার কিনে নিয়ে দল গুছিয়ে ফেলা। মঙ্গলবার সেই কাজটাও করে ফেলেছে KKR। বেশি অর্থ নিয়ে নিলামে নেমে কীভাবে তার ফয়দা তুলতে হয় একেবারে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছে KKR ফ্র্যঞ্চাইজি। এখন প্রশ্ন, কেমন হতে পারে কলকাতার প্রথম একাদশ (KKR First Possible Playing XI)? সবচেয়ে বড় কথা, সদ্য টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া রিঙ্কু সিং কি KKR এর এত ভাল খেলোয়াড়ের ভিড়ে প্রথম একাদশে জায়গা পাবেন?

অর্থ খরচ করে শক্তিশালী দল গড়ে ফেলেছে কলকাতা

গত 15 নভেম্বর, 10 জন প্লেয়ারকে ছেড়ে দেওয়ার সুবাদে 64 কোটি 30 লাখ টাকা বাঁচিয়ে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। গতকাল সেই অর্থ দিয়েই নিলাম টেবিলে ঝড় তুললো তারা। এক কথায়, যাদের পছন্দ হয়েছে তাদেরই টাকার জোরে কিনে নিয়েছে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি। অস্ট্রেলিয়ার 25 কোটি 20 লাখের ক্যামেরন গ্রিন থেকে শুরু করে শ্রীলঙ্কার 18 কোটির মাথিশা পাথিরানা, বাংলাদেশের 9 কোটি 20 লাখের মুস্তাফিজুর রহমান থেকে রচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, জেমি স্মিথ সহ অন্যান্য নতুন খেলোয়াড় এবং পুরনোর সংমিশ্রণে আসন্ন ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের আগে একেবারে শক্তিশালী দল গড়ে ফেলেছে কলকাতা। প্রতিপক্ষকে শায়েস্তা করতে এই দলই বড় ভূমিকা নেবে বলেই আশাবাদী নাইট ম্যানেজমেন্ট।

KKR এর প্রথম একাদশে জায়গা হবে রিঙ্কু সিংয়ের?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাণভোমরা রিঙ্কু সিং। আসলে প্রোটিয়াদের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজকে আসন্ন 20 ওভারের বিশ্বকাপের প্রস্তুতি ক্ষেত্র হিসেবেই দেখছে ভারত। সেক্ষেত্রে এমন এক গুরুত্বপূর্ণ সিরিজ থেকে রিঙ্কুর বাদ পড়াটা একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, তাহলে কি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের নকশা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছেন রিঙ্কু? এহেন আবহে প্রশ্ন উঠছে IPL শুরু হলে KKR এর প্রথম একাদশে থাকবেন তো তিনি?

অবশ্যই পড়ুন: মুস্তাফিজুর রহমানকে বয়কটের ডাক, ৯.২০ কোটি খরচ করে বিপাকে KKR!

নিলাম থেকে একাধিক নামিদামি প্লেয়ারকে কেনার পর কলকাতার প্রথম একাদশ নিয়ে তৈরি হয়েছে সংশয়। কাকে ছেড়ে কাকে জায়গা দেওয়া হবে এ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তবে বেশ কয়েকটি সূত্র দাবি করছে, ফিন অ্যালেন অথবা টিম সেইফার্ট, যেকোনও একজন KKR এর হয়ে উইকেট কিপিং ও ওপেনিং করবেন। একই সাথে ওপেনিং করার কথা রয়েছে সুনীল নারিনের। তিন নম্বর পজিশনে দেখা যেতে পারে অজিঙ্কা রাহানেকে। 4 নম্বর পজিশনে খেলতে পারেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, 5 নম্বরে রাখা হতে পারে ফিনিশার রিঙ্কু সিংকে। হ্যাঁ, সূত্রের দাবি অনুযায়ী কলকাতার প্রথম একাদশে রাখা হবে তাঁকে। 6 নম্বরে খেলতে পারেন রমণদীপ সিং। এছাড়া 7 নম্বর পজিশনে হর্ষিত রানা, 8 নম্বরে বৈভব আরোরা, 9 এ মুস্তাফিজুর রহমান, 10 এ মাথিশা পাথিরানা এবং 11 নম্বরে রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীকে রাখা হতে পারে।

Leave a Comment