বিক্রম ব্যানার্জী, কলকাতা: “শেয়ার বাজারে বিনিয়োগ যথেষ্ট ঝুঁকি সাপেক্ষ। ঝুঁকি নিতে পারলে তবেই বিনিয়োগ করুন!” অভিজ্ঞ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায়শই এমন উপদেশ বা পরামর্শ পেয়ে থাকেন অনভিজ্ঞরা। আসলে আজকালকার দিনে অনিশ্চয়তার শেয়ার বাজারে (Indian Stock Market) বিনিয়োগ করাটা যে যতটা ঝুঁকিপূর্ণ তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তারা যাঁদের অর্থ ইতোমধ্যেই জলে ডুবেছে। সাম্প্রতিককালে বেশ কিছু শেয়ার বা স্টকের মাল্টিব্যাগার হয়ে ওঠার আবহে বেশ কিছু সংস্থা একেবারে হামাগুড়ি দিচ্ছে। সেই তালিকায় প্রথম সারিতে নাম লিখিয়েছে ভারতের ওলা ইলেকট্রিক মবিলিটি লিমিটেড। বুধবার BSE তে এই সংস্থার স্টকের দাম 5 শতাংশ পড়েছে। খোদ কর্ণধার ঋণ পরিশোধের জন্য শেয়ার বিক্রি করে দিচ্ছেন বলেই খবর।
65 শতাংশেরও বেশি দাম কমেছে ওলা ইলেকট্রিকের স্টকের
বিগত দিনগুলিতে ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক সংস্থা ওলা ইলেকট্রিক মবিলিটি লিমিটেড ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ওলা স্কুটার চালকদের বক্তব্য, “এই সংস্থার স্কুটারের থেকে খারাপ স্কুটি গোটা বিশ্বে নেই।” আসলে সাম্প্রতিককালে গ্রাহকদের ব্যাপক দুর্ভোগের কারণে সংস্থাটির ব্র্যান্ড ভ্যালু একপ্রকার মাটিতে আছড়ে পড়েছে। লাইভ হিন্দুস্তানের রিপোর্ট অনুযায়ী, গত 52 সপ্তাহের মধ্যে এই ওলা ইলেকট্রিকের স্টকের দাম 65 শতাংশেরও বেশি কমেছে।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের রিপোর্ট অনুযায়ী, বুধবার দিনের শুরুর দিকে এই স্টকের দাম 5 শতাংশ কমে 32.68 টাকা হয়েছিল। পরবর্তীতে সেই পরিমাণটা কিছুটা কমলেও দুপুর 4 টের আগে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট বন্ধ হওয়ার সময় এই সংস্থার স্টকের দাম 32.90 পয়সায় ট্রেড করেছিল। ওলা ইলেকট্রিকের তরফে একটি ফাইলিং এ জানানো হয়েছে, চলতি বছর সংস্থার স্টক বা শেয়ারের দাম 61 শতাংশ পর্যন্ত কমেছে। যেখানে সংস্থাটি 6 মাসে তাদের স্টকের দাম 30 শতাংশ পর্যন্ত হ্রাস পেতে দেখেছে। বলাই বাহুল্য, গত 6 মাসের মধ্যে IPO র থেকেও 50 শতাংশ বেশি হ্রাস পেয়েছে ওলা ইলেকট্রিক সংস্থাটির স্টকের দাম।
অবশ্যই পড়ুন: পৌষের আগমন ঘটলেও এখনই জাঁকিয়ে শীত নয়, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?
ঋণ মেটাতে শেয়ার বিক্রি করছেন ওলার কর্ণধার
রিপোর্ট বলছে, বিগত দিনগুলিতে সংস্থার শেয়ার বা স্টকগুলি বড়সড় ধাক্কা খাওয়ায় ওলা ইলেকট্রিক মবিলিটির কর্ণধার বা ফাউন্ডার বিভাস আগরওয়াল এক বিশেষ চুক্তির মাধ্যমে সংস্থাটির 2.6 কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছেন। ভারতীয় সংস্থাটি খোলাখুলি জানিয়েছে, মূলত ঋণ পরিশোধের জন্যই এই শেয়ারগুলি বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের রিপোর্ট অনুযায়ী, শেষবারের মতো সংস্থাটির কর্ণধার ওলা ইলেকট্রিকের প্রতিটি শেয়ার বা স্টক 34 টাকা 99 পয়সা বা প্রায় 35 টাকায় বিক্রি করেছেন। বহু বিশেষজ্ঞের মতে, এখনই এই স্টকে বিনিয়োগের ঝুঁকি নেওয়া ঠিক হবে না।