সহেলি মিত্র, কলকাতাঃ হালকা ‘গরম’-এর পর ফের জেলায় জেলায় কামড় বসাতে শুরু করেছে শীত। জায়গায় জায়গায় বইছে শীতল আবহাওয়া। ভোরের দিকে অব্যাহত রয়েছে ঘন কুয়াশা আর ঠান্ডা হাওয়া। এক কথায় উত্তর–দক্ষিণবঙ্গে শীতের নয়া স্পেল শুরু হয়েছে। আপাতত এরকম আবহাওয়া কয়েকদিন বিরাজ করবে বলে খবর। কনকনে আবহাওয়ায় কাঁপছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। এতকিছুর পড়েও আগামী দিনেও কোথাও কোনওরকম শৈত্য প্রবাহের সম্ভাবনা থাকছে না, ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। আজ বৃহস্পতিবার কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather Today)? চলুন জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। সকাল থেকেই কনকনে শীতে জুবুথুবু অবস্থা সকলের। এদিকে জায়গায় জায়গায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝা। যার প্রভাব বাংলার তাপমাত্রায় বেশ খানিকটা পড়বে। আজকের কথা বললে, কুয়াশা ও শীতের অধিক দাপট থাকবে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম জেলায়। কুয়াশা থাকবে উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ সংলগ্ন এলাকায়।
হাওয়া অফিস জানিয়েছে, অসম ও পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সঙ্গে উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমি ঝঞ্ঝা। তবে আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই। রাতে ও সকালের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে। কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। শীত থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। উল্লেখিত জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৫ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এছাড়া শীত ও কুয়াশা থাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
বাংলার পাশাপাশি দেশের অন্যান্য স্থানেও ব্যাপক মাত্রায় শীতের দাপট চলছে। আইএমডি সূত্রে জানা গিয়েছে, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মণিপুরে ইতিমধ্যেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী দিনে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে তাপমাত্রা আরও কমতে পারে। সব মিলিয়ে শীতের মরসুম যে ধীরে ধীরে নিজের জায়গা পাকা করছে, তা স্পষ্ট।
Struggled a bit with the dangnhapbj88 login at first, but figured it out. Keep your details handy! Otherwise it’s a decent place to hang. dangnhapbj88