ন্যশানাল পেনশন সিস্টেমে বড় বদল, শেষ হল ৫ বছরের লক-ইন পিরিয়ড

NPS Pension

সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি ভালো আয়ের আশায় NPS-এ বিনিয়োগ করেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আসলে ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তি এসেছে। সরকার তাদের অবসরকালীন তহবিলের ৮০% পর্যন্ত এককালীনভাবে তোলার অনুমতি দিয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। যদি তাদের সঞ্চিত পেনশন সম্পদ (APW) Exit -এর সময় ১২ লক্ষ টাকার বেশি হয়, তাহলে অবশিষ্ট ২০% কিছু সময় পর বিনিয়োগ করতে হবে। NPS গ্রাহকদের আগে তাদের অবসরকালীন তহবিলের মাত্র ৬০% তোলার অনুমতি ছিল, বাকি পরিমাণ বার্ষিকী স্কিমে বিনিয়োগ করতে হত।

NPS -এর নিয়মে বড় বদল

কিছু ক্ষেত্রে যেমন যখন মোট অবসরকালীন তহবিল ৮ লক্ষ টাকা পর্যন্ত হয়, গ্রাহকের কাছে সম্পূর্ণ তহবিলের ১০০% উত্তোলন করার অথবা ৮০% এককালীন তোলা এবং অবশিষ্ট ২০% বার্ষিকীতে বিনিয়োগ করার বিকল্প থাকবে। ১৬ ডিসেম্বর জারি করা PFRDA সংশোধনী বিধান, ২০২৫ বিজ্ঞপ্তি অনুসারে, এটি ১২ লক্ষ টাকার বেশি তহবিল যাদের ক্ষেত্রে প্রযোজ্য নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ।

আরও পড়ুনঃ তৈরি ২টি ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে শীতের ইতি? আজকের আবহাওয়া

তবে, যদি অবসরকালীন তহবিল ৮ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে হয়, তাহলে গ্রাহক এককালীন ৬ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন এবং অবশিষ্ট অর্থ একটি বার্ষিকী প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন।

NPS লক-ইন পিরিয়ডের নিয়ম

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়নি যে পাঁচ বছরের লক-ইন পিরিয়ড আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে কিনা। তবে, মনে করা হচ্ছে যে পাঁচ বছরের বাধ্যতামূলক লক-ইন আর বেসরকারি এনপিএস গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। NPS-এর আওতায় থাকা সরকারি কর্মচারীদের জন্য, যেকোনো একজিটের জন্য পাঁচ বছরের লক-ইন পিরিয়ড প্রযোজ্য। ৬০ বছর বয়সের পরে স্বাভাবিক বহির্গমন অনুমোদিত। যদি মোট পেনশন কর্পাস ৫ লক্ষ টাকার কম হয়, তাহলে গ্রাহক সম্পূর্ণ  টাকা তুলে নিতে পারবেন। তবে, যদি সঞ্চিত তহবিল ৫ লক্ষ টাকার বেশি হয়, তাহলে ৪০% বার্ষিকীতে বিনিয়োগ করতে হবে, বাকি টাকা একবারে তোলা যাবে।

1 thought on “ন্যশানাল পেনশন সিস্টেমে বড় বদল, শেষ হল ৫ বছরের লক-ইন পিরিয়ড”

Leave a Comment