সহেলি মিত্র, কলকাতা: এবার ভারতীয় রেলেও বিমানবন্দরের মতো নিয়ম শুরু হতে চলেছে। এবার বেঁধে দেওয়া লাগেজ নিয়মের (Train Luggage Rules) বাইরে অতিরিক্ত জিনিসপত্র নিয়ে গেলেই গুনতে হবে বেশি টাকা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। নতুন নিয়মটি নতুন বছর অর্থাৎ ২০২৬ সাল থেকে লাগু হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি লোকসভায় ভারতীয় রেলের লাগেজ নিয়ন্ত্রণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন।
এবার বেশি লাগেজ নিলেই গুনতে হবে অতিরিক্ত টাকা
ভারতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে ভ্রমণ করেন। কেউ কেউ ছোট ব্যাগ বহন করেন, আবার কেউ কেউ তাদের পুরো পরিবারকে প্যাক করেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে ট্রেনেরও লাগেজের সীমা থাকে, আর এই সীমা অতিক্রম করলে আপনার অনেক ক্ষতি হতে পারে। সম্প্রতি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে রেলওয়ের লাগেজ সংক্রান্ত নিয়ম স্পষ্ট করে যাত্রীদের সতর্ক থাকতে বলেছেন।
তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে ট্রেন ভ্রমণের সময় নির্ধারিত সীমার বেশি লাগেজ বহন করলে যাত্রীদের কাছ থেকে চার্জ নেওয়া হবে। সাংসদ প্রভাকর রেড্ডির এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এই তথ্য প্রদান করেন। সম্প্রতি তিনি বিমানবন্দরের মতো রেলেও লাগেজ নিয়ন্ত্রণ বাস্তবায়নের বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। সেই বিষয়ে রেলমন্ত্রী বলেন যে কোচের মধ্যে যাত্রী বহনযোগ্য লাগেজের সর্বোচ্চ সীমা ইতিমধ্যেই বিভাগ অনুসারে নির্ধারিত। অর্থাৎ এবার থেকে আর যত খুশি ইচ্ছা তত লাগেজ বহন করলে চলবে না।
আরও পড়ুনঃ কিডনির বিরল রোগে আক্রান্ত IPL 2026 এ KKR-র ভরসা ২৫.২০ কোটির ক্যামেরন গ্রিন
২০২৬ থেকে কত লাগেজ বহন করতে পারবেন?
রেলের নিয়ম অনুযায়ী, এসি থ্রি-টায়ার এবং চেয়ার কার কোচে ভ্রমণকারী যাত্রীরা কোনও চার্জ ছাড়াই সর্বোচ্চ ৪০ কেজি লাগেজ বহন করতে পারবেন। এই ক্লাসগুলির জন্য এটি বিনামূল্যের সীমা। প্রথম শ্রেণী এবং এসি টু-টায়ার যাত্রীরা বিনামূল্যে ৫০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন, যেখানে সর্বোচ্চ ১০০ কেজি পর্যন্ত ফি বহন করা যাবে। তবে, এসি ফার্স্ট ক্লাসে ভ্রমণ করলে সবচেয়ে বেশি স্বস্তি পাওয়া যায়। এই ধরনের যাত্রীরা বিনামূল্যে ৭০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন এবং প্রয়োজনে, তাদের ফি প্রদানের মাধ্যমে ১৫০ কেজি পর্যন্ত লাগেজ বহন করার অনুমতি দেওয়া হয়। নির্ধারিত সীমার বেশি লাগেজ বহনকারী কোচে ওঠার জন্য রেলওয়ে জরিমানা আরোপ করতে পারে।
Indian Railways is enforcing stricter, “airport-style” luggage rules.
Free luggage limit per passenger on Indian Railways.
AC 1st class: 70 kg
AC 2-tier: 50 kg
AC 3-tier: 40 kg
Sleeper: 40 kg
Second class: 35 kg pic.twitter.com/UQKohiKnhF— Indian Tech & Infra (@IndianTechGuide) December 18, 2025
শুধু ওজনই নয়, লাগেজের আকার সংক্রান্ত নিয়মগুলিও কঠোর। রেলওয়ের মতে, ট্রাঙ্ক, স্যুটকেস বা বাক্সের বাহ্যিক পরিমাপ ১০০ সেমি লম্বা, ৬০ সেমি প্রস্থ এবং ২৫ সেমি উচ্চতার বেশি হওয়া উচিত নয়। যাত্রীবাহী বগিতে এর চেয়ে বড় লাগেজ অনুমোদিত নয়। এই ধরনের লাগেজ ব্রেক ভ্যান (SLR) বা পার্সেল ভ্যানে বুক করতে হবে। রেলমন্ত্রী আরও স্পষ্ট করে বলেছেন যে ব্যক্তিগত ভ্রমণের নামে কোচে বাণিজ্যিক লাগেজ বহন করা অনুমোদিত নয়। এটি করলে ব্যবস্থা নেওয়া হতে পারে।
Indian Railways is enforcing stricter, “airport-style” luggage rules.
Alright fellas, v788bet’s got a good vibe. I’ve had a few wins, no complaints so far. Worth a shot if you’re looking to kill some time. Check out v788bet and see for yourself