সৌভিক মুখার্জী, কলকাতা: পালিয়ে বিয়ে করার ক্ষেত্রে এবার বিরাট নিয়ম কার্যকর করতে চলেছে গুজরাট সরকার (Gujarat Marriage Rules)। হ্যাঁ, অভিভাবকদের সম্মতি ছাড়া প্রেম করে বিয়ে করার পর গুজরাট সরকার এবার বিয়ের রেজিস্ট্রি সংক্রান্ত নিয়ম সংশোধন করতে চলেছে। মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন পেলেই চূড়ান্ত ঘোষণা করা হবে। কিন্তু কী সেই নিয়ম? জানতে হলে পড়ুন প্রতিবেদনটি।
জানা গিয়েছে, বিবাহ রেজিস্ট্রি সংক্রান্ত নতুন নিয়মগুলি গত ১৭ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হয়েছিল। সেক্ষেত্রে মন্ত্রিসভার অনুমোদন পেলে রাজ্য সরকার সংশোধিত নিয়মগুলি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, পালিয়ে বিয়ে করলে অভিবাবকের সম্মতি ছাড়া কোনওভাবেই রেজিস্ট্রি করা যাবে না। এমনকি রাজ্য প্রেম করে বিয়ের ক্ষেত্রে অভিভাবকদের অনুমোদনও বাধ্যতামূলক করতে পারে। অর্থাৎ, পালিয়ে বিয়ে করার প্রথা কার্যত উঠে যাবে রাজ্য থেকে।
কী নিয়ম চালু করা হল?
সূত্র মারফৎ খবর, সরকার প্রেম করে বিবাহের ক্ষেত্রে বাবা-মায়ের অনুমতির জন্য নির্দিষ্ট নিয়ম চালু করবে। আর সেই নিয়ম অনুযায়ী, রেজিস্ট্রির আগে পালিয়ে গিয়ে বিয়ে করা দম্পতির বাবা-মায়ের কাছে একটি বাধ্যতামূলক নোটিশ পাঠাতে হবে। এমনকি ৩০ দিনের মধ্যেই বাবা-মাকে সেই নোটিশের জবাব দিতে হবে। বাবা-মায়ের সম্মতি মিললেই হবে রেজিস্ট্রি। এমনকি, রেজিস্ট্রি শুধুমাত্র মহিলার আধার কার্ডের ঠিকানার সাথে সম্পর্কিত অফিসেই করতে হবে।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যাবেলা আইন মন্ত্রী, আইন বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর প্রেম করে বিয়ের রেজিস্ট্রি সংক্রান্ত প্রস্তাবিত নিয়মের চূড়ান্ত খসড়া সেই বৈঠকে তুলে ধরা হয়। এখন শুধুমাত্র রাজ্যের মন্ত্রিসভা এই নিয়ম অনুমোদন দিলেই তা কার্যকর হবে। এ বিষয়ে কর্মকর্তারা বলছেন, প্রস্তাবিত পরিবর্তনগুলি গুজরাটে প্রেম করে বিয়ের রেজিস্ট্রির উপর বড়সড় প্রভাব ফেলবে এবং সাম্প্রতিক সময়গুলিতে চারদিকে ঘটে যাওয়া উদ্বেগগুলিরও সমাধান হবে।
गुजरात सरकार भाग कर शादी करने वाले पर बहुत सख्त कदम उठाने जा रही है
अब एक नया ड्राफ्ट पेश किया जा रहा है जिसके तहत लड़का और लड़की अगर बालिग भी हैं तो भी उनकी विवाह बगैर उनके माता-पिता के मंजूरी के मान्य नहीं होगी
लड़का और लड़की को सबसे पहले अपने-अपने माता और पिता को सूचित करना… pic.twitter.com/5aj3yY2yof
— Jitendra pratap singh
(@jpsin1) December 17, 2025
আরও পড়ুন: পানীয়র অভাবে মরবে কাঙাল পাকিস্তান! ভারতের পর আফগানিস্তানও বন্ধ করছে জল
এমনকি প্রাক্তন মন্ত্রী বল্লভ কাকাদিয়া বলেছেন, পালিয়ে বিয়ে করার ক্ষেত্রে অভিভাবকদের বিশেষ করে মায়ের সম্মতি বাধ্যতামূলক করা উচিত। বিভিন্ন সংগঠন হিন্দু বিবাহ আইনি সংশোধনের দাবি জানাচ্ছে। এর আগে পাটিদার আন্দোলনের নেতারাও সরকারের কাছে একই রকমের দাবি তুলে ধরেছিল। এখন শুধুমাত্র মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার অপেক্ষা।
(@jpsin1)
Getting into 92gologin is super easy and the games are decent. No complaints here! You can login via 92gologin.