পলিউশন সার্টিফিকেট ছাড়া মিলবে না পেট্রোল, আজ থেকেই নিয়ম চালু করল সরকার

Government of Delhi

সৌভিক মুখার্জী, কলকাতা: বায়ুদূষণ রুখার জন্য বিরাট পদক্ষেপ দিল্লি সরকারের (Government of Delhi)। এবার থেকে আর পলিউশন সার্টিফিকেট না থাকলে দেওয়া হবে না পেট্রোল। আজ থেকেই চালু হল নতুন নিয়ম। হ্যাঁ, ধোঁয়াশা আর দূষণে কার্যত দমবন্ধ অবস্থা রাজধানীর। দীপাবলি থেকে দূষণের মাত্রা দিনের পর দিন বাড়ছে। পরিস্থিতি কোনওমতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সেই কারণে এবার বড়সড় পদক্ষেপ দিল্লি সরকারের। এমনকি স্পষ্ট জানানো হয়েছে, বিএস-৬ এর নিচে থাকা কোনও প্রাইভেট গাড়ি বৃহস্পতিবার থেকে রাজধানীতে ঢুকতে পারবে না।

পলিউশন সার্টিফিকেট ছাড়া দেওয়া হবে না পেট্রোল

দিল্লি সরকার নতুন নিয়মে পেট্রোল পাম্পগুলিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, পলিউশন সার্টিফিকেট বা পিইউসি না থাকলে কোনও গাড়িকে যেন জ্বালানি না দেওয়া হয়। হ্যাঁ, অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন ক্যামেরা লাগানো হবে। পাশাপাশি ভয়েস অ্যালার্ট সিস্টেম বসানো হবে। তার মাধ্যমে গাড়িগুলোকে স্পষ্ট চিহ্নিত করা যাবে যে কোন গাড়িগুলোর পলিউশন নেই। মঙ্গলবার দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা নিজেই এই ঘোষণা করেছেন। এমনকি দিল্লিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের চতুর্থ পর্যায় কার্যকর থাকাকালীন এই ব্যবস্থা বহাল থাকবে বলেই জানানো হয়েছে। দিল্লি সরকারের দাবি, বাতাসে দূষিত পিএম ১০ এর ১৯.৭ শতাংশ, আর পিএম-এর ২.৫ এর ২৫.১ শতাংশ গাড়ির ধোঁয়া থেকেই হচ্ছে।

এদিকে দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, অফিসের ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার সুযোগ দিতে হবে। পাশাপাশি সরকারি এবং বেসরকারি স্কুলে অনলাইন ও অফলাইন পঠনপাঠনের ব্যবস্থা কার্যকর করতে হবে। গাড়িগুলি তল্লাশির জন্য ৫৮০ জন পুলিশ মোতায়ন করা হবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি ১২৬টি চেক পয়েন্টে ৩৭টি এনফোর্সমেন্ট ভ্যান মোতায়েন করা হবে। পরিবহন বিভাগ, পুর কর্পোরেশন এবং খাদ্য বিভাগের কর্মীদের পেট্রোল পাম্পগুলিতেই দায়িত্ব দেওয়া হবে।

আরও পড়ুন: ২৮ দিন অফুরন্ত ডেটা, আনলিমিটেড OTT সাবস্ক্রিপশন! ১০৩ টাকায় ধামাকা প্ল্যান লঞ্চ Jio-র

উল্লেখ্য, দীপাবলীর পর দিল্লির বাতাস যেন পাল্লা দিয়ে দূষিত হয়ে চলেছে। কোনও কিছুতেই বাগে আনা যাচ্ছে না। ক্লাউড সিডিং এর ব্যবস্থাও করেছিল সম্প্রতি দিল্লি সরকার। তাতেও সেরকম কোনও সুরাহা মেলেনি। ইতিমধ্যে তিনটি ব্যর্থ ট্রায়াল বাবদ ১.০৭ কোটি টাকা খরচ হয়েছে। তবে লাভের লাভ কিছুই হয়নি। অথচ দূষণ আরও বেড়েছে। সেই কারণেই এবার রাজধানীতে এই বড়সড় পদক্ষেপ নেওয়া হল।

1 thought on “পলিউশন সার্টিফিকেট ছাড়া মিলবে না পেট্রোল, আজ থেকেই নিয়ম চালু করল সরকার”

Leave a Comment