মহাকাশে যাওয়া শুভ্রাংশু শুক্লাকে তিনটি হোমওয়ার্ক দিলেন মোদী

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে প্রতীক্ষার খরা কাটিয়ে রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে পাড়ি দিয়ে বিজ্ঞানচর্চায় ইতিহাস গড়েছেন ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। গত বুধবার ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ISS-এ পাঠানো হয়েছিল তাঁকে। ইতিমধ্যে মহাকাশ স্টেশনে ৪৯ ঘণ্টার বেশি সময় কাটিয়ে ফেলেছেন তিনি। আর এবার শুভাংশুর কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফিরে এল রাকেশ-ইন্দিরা স্মৃতি।

দিল্লি থেকে মহাকাশে কথোপকথন!

সূত্রের খবর, গতকাল অর্থাৎ শনিবার বিকালে নয়াদিল্লি থেকে সরাসরি ফোন গিয়েছিল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (Shubhanshu Shukla Talk With Narendra Modi)। আর সেখানেই ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে তাঁদের কথোপকথনের কিছু দৃশ্য শেয়ার করা হয়েছে।

এদিন মহাকাশ থেকে তাঁরা কী কী দেখলেন, তা-ই জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। জবাবে শুভাংশু বলেন, ‘‘কিছু ক্ষণ আগেই জানলা দিয়ে যখন তাকালাম, দেখলাম আমরা হাওয়াইয়ের (আমেরিকার একটি রাজ্য) উপর রয়েছি। আমরা এখানে দিনে ১৬ বার সূর্যোদয় এবং ১৬ বার সূর্যাস্ত দেখছি।”

ফিরে এল রাকেশ-ইন্দিরার স্মৃতি

এদিন কথোপকথনে মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগে, মোদীকে তা-ও জানিয়েছেন শুভাংশু শুক্লা। তিনি বলেন, ‘‘প্রথম বার যখন মহাকাশ থেকে গোটা পৃথিবীকে দেখলাম, কোনও সীমান্ত দেখতে পেলাম না। মানে সেখানে কোনও দেশ নেই। কোনও মহাদেশও নেই। আর প্রথম বার যখন ভারতকে দেখলাম, ভীষণ বড় মনে হল। ম্যাপে ঠিক যতটা বড় দেখায়, তার চেয়েও অনেক গুণ বড়।’’

এদিকে এই একই প্রশ্ন ৪১ বছর আগে ইন্দিরা গান্ধী রাকেশ শর্মাকে জিজ্ঞাসা করেছিলেন, সেই সময় রাকেশ শর্মা জানিয়েছিলেন যে, “সারে জাঁহা সে আচ্ছা…।”

আরও পড়ুন: ফের পদপিষ্টের ঘটনা ঘটল পুরীতে! গুন্ডিচা মন্দিরের কাছে বেসামাল পরিস্থিতি, মৃত ৩

শুরু হয়ে গিয়েছে পরীক্ষা-নিরীক্ষার কাজ

সম্ভবত মোট ১৮ মিনিট ধরে শুভাংশু শুক্লার সঙ্গে কথা হয়েছে নরেন্দ্র মোদীর। এদিন কথোপকথনের প্রথমেই শুভাংশুর শরীর কেমন আছে বলে জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রী। শুভাংশু জানান সে ভালই আছে। সকলের সঙ্গে প্রতি মুহূর্তে এক আলাদা অনুভূতি অনুভব করতে পারছি।”

প্রসঙ্গত দীর্ঘ টালবাহানার পর শুভাংশু শুক্লা-সহ চার অভিযাত্রীকে নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে স্পেসএক্সের ‘ড্রাগনযান’। শুক্রবার শুরু হয় ড্রাগনের ভিতর থেকে পরীক্ষানিরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা, যন্ত্রপাতি এবং পোর্টেবল সায়েন্স ফ্রিজার নামানোর কাজ।

Leave a Comment