সৌভিক মুখার্জী, কলকাতা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে (Russia-Ukraine War) ফের মর্মান্তিক খবর। যুদ্ধ অঙ্গনে প্রাণ হারাল আরও দুই ভারতীয় যুবক, যাদের মৃতদেহ বুধবার দিল্লি বিমানবন্দরে পৌঁছল। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে, কীভাবে প্রতারণার শিকার হয়ে বিদেশে গিয়ে তাঁরা প্রাণ হারালেন। এমনকি সরকারি সূত্র অনুযায়ী খবর, গত সেপ্টেম্বর মাস থেকে এখনও পর্যন্ত যুদ্ধক্ষেত্রে চারজন ভারতীয় শহীদ হয়েছেন আর নিখোঁজ হয়েছে আরও ৫৯ জন।
কারা এই দুই যুবক?
দ্য হিন্দুর একটি প্রতিবেদন অনুযায়ী জানা গেল, মৃত দুই ভারতীয় হলেন অজয় গোদারা, বয়স ২২। তিনি রাজস্থানের বাসিন্দা। দ্বিতীয় জন রাকেশ কুমার, বয়স ৩০। তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, দুজনেই গত এক বছরের মধ্যে স্টুডেন্ট ভিসা নিয়ে রাশিয়া গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে প্রতারক এজেন্টদের ফাঁদে পড়েই ক্লিনার এবং হেল্পারের কাজের প্রলোভনে পড়ে সেনাবাহিনীতে নিয়োগ করা হয় বলে অভিযোগ।
এদিকে অজয় গোদারার ভাই প্রকাশ গোদারা জানিয়েছেন, ৯ ডিসেম্বর মস্কোয় ভারতীয় দূতাবাস থেকে আমাদের কাছে ফোন আসে। সেদিন জানতে পারি যে, অজয় মারা গিয়েছে। শেষবার সে আমাদের পরিবারের সঙ্গে কথা বলেছিল ২১ সেপ্টেম্বর। এমনকি তিনি আরও জানিয়েছেন, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে একটি ভিডিও মেসেজ পাঠিয়েছিল। সেখানে সে সাহায্যের জন্য কাঁদছিল। এমনকি একটি ভিডিও মেসেজে অজয় বলেছিল যে, তাঁদের জোর করেই যুদ্ধ ক্ষেত্রে পাঠানো হচ্ছে।
এদিকে বুধবার সন্ধ্যাবেলা অজয়ের দেহ রাজস্থানের বিকানেরে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁর পরিবারে বাবা-মা এবং এক বোন রয়েছে। পরিবার সূত্রে খবর, অজয়ের পরিবার দিল্লির জন্তর মন্তরে দু’বার বিক্ষোভ সামিলিত হয়েছিল কেন্দ্র সরকারের হস্তক্ষেপের দাবিতে। পাশাপাশি পরিবারের সদস্যরা কেন্দ্রীয় আইন এবং বিচারপ্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছিলেন। কিন্তু কোনওরকম সুরহা মেলেনি।
ইউক্রেনে মৃত্যু রাকেশ কুমারের
অন্যদিকে উত্তরাখণ্ডের বাসিন্দা রাকেশ কুমার সম্পর্কে তাঁর বন্ধু পঙ্কজ কুমার জানিয়েছেন, পাঁচদিন আগে পরিবার জানতে পারে রাকেশের মৃত্যু হয়েছে। আর তাঁকে বলা হয় যে, সে ইউক্রেনের ডনবাস এলাকায় মারা গিয়েছে। শেষবার ৩০ আগস্ট পরিবারের সঙ্গে কথা বলেছিল। বুধবার রাকেশের দেহ দিল্লি বিমানবন্দরে পৌঁছেছে।
আরও পড়ুন: পলিউশন সার্টিফিকেট ছাড়া মিলবে না পেট্রোল, আজ থেকেই নিয়ম চালু করল সরকার
প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর রুশ প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের আগে রাজস্থানের নাগৌর কেন্দ্রের সাংসদ হনুমান বেনিওয়াল লোকসভায় এই বিষয়টি তুলে ধরেছিলেন। তিনি দাবি করেছেন যে, ৬১ জন ভারতীয়কে রুশ সেনায় বাধ্যতামূলকভাবে নিয়োগ করা হয়েছে এবং তাদের নিরাপদে ফেরানোর উদ্যোগ নেওয়া হোক। তবে এর মধ্যে দু’জনের মৃত্যু হল আর ৫৯ জন এখনও পর্যন্ত নিখোঁজ।
Codesunwin on the .net …Alright, I’m on the hunt for some sweet codes! Hope they got the good stuff and that I can actually win somethin’! codesunwin