সহেলি মিত্র, কলকাতাঃ সকাল বিকেল ঘন কুয়াশা, বেলা বাড়তেই গরম। আবার সন্ধে নামতেই ফুলদমে শীতের দাপট শুরু। কার্যত এমনই আবহাওয়ার খামখেয়ালিপনার সাক্ষী থাকছেন বাংলার মানুষজন। প্রতিদিনই তাপমাত্রায় ব্যাপক ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। আজ শুক্রবার সকাল থেকে ভালো শীতের দাপট রয়েছে সর্বত্র। যদিও বেলা বাড়তে না বাড়তে শীতের দাপট খানিকটা কম থাকবে বলে খবর। আর এরকম আবহাওয়ার জন্য অনেকাংশে দায়ী একের পর এক ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা।
আলিপুর জানিয়েছে, এই মুহূর্তে উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। পশ্চিমি ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকাতেও। ইরান সংলগ্ন এলাকায় নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এ ছাড়া, অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার জেরেই বাংলায় শীতের ক্ষেত্রে কিছুটা হলেও বাধা পড়েছে। তবে বড়দিনের পর থেকে বাংলায় ফের হাড় কাঁপানো শীত শুরু হবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ শুক্রবার শীত অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গের বহু জেলায়। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, বাঁকুড়া, হাওড়া এবং পুরুলিয়া জেলায়। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অপরদিকে কলকাতার তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির ঘরে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
যদিও বর্তমানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের প্রভাব ধীরে ধীরে বাড়ছে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাচ্ছে বহু জেলায়, বিশেষ করে নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হাওড়া অঞ্চলে। ভোরের দিকে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে, যা দিনের বেলায় বেড়ে ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাচ্ছে। আকাশ মূলত পরিষ্কার থাকায় দিনের বেলায় রোদ ঝলমলে থাকছে, ফলে শীতের কামড় ততটা তীব্র অনুভব হচ্ছে না। শীতের আসল খেলা শুরু হয় বিকেল ৫টা থেকে ৬টার পর। বাড়ি থেকে বেরনো দায় হয়ে পড়ে। আপাতত বাংলার আবহাওয়ার তাপমাত্রা এরকমই ওঠানামা করবে বলে জানিয়েছে মৌসম ভবন।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত মনোরম আবহাওয়া বিরাজ করছে, বিশেষ করে পাহাড়ি দুই জেলা দার্জিলিং এবং কালিম্পং-এ শীত দাপিয়ে বেড়াচ্ছে। যে কারণে পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে। জানা গিয়েছে, উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ ডিগ্রির নীচে থাকবে। দার্জিলিং, কালিম্পং-এর পাশাপাশি আজ মোটের ওপর ভালো ঠান্ডা থাকবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায়।
Gave meolucky a spin and it definitely caught my eye! Its got a unique charm to the game play that keeps you wanting more! Give it a try: meolucky