দ্বিতীয় বরুণ চক্রবর্তী! IPL 2026 এ KKR র X ফ্যাক্টর হতে পারেন ৩০ লাখের মিস্ট্রি স্পিনার

KKR New Spinner called next Varun Chakravarthy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তালিকাতেও 818 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন কলকাতা নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। তাঁকে নিয়েই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যুদ্ধ জয় করার স্বপ্ন দেখছে নাইট ম্যানেজমেন্ট। তবে বরুণ একা নন, IPL 2026 এ চক্রবর্তীর মতোই দক্ষ এবং এক রহস্যময় স্পিনারকে পাবে কলকাতা (KKR New Spinner)। হ্যাঁ, নিলাম টেবিল থেকে 30 লাখ দিয়ে কেনা অনামি প্লেয়ার দক্ষ কামরার কব্জির জাদু দেখে অনেকেই বলছেন তিনি দ্বিতীয় বরুণ চক্রবর্তী। আসন্ন IPL এ তিনিই হয়ে উঠতে পারেন নাইট শিবিরের X ফ্যাক্টর।

KKR র X ফ্যাক্টর হয়ে উঠতে পারেন দক্ষ?

জাতীয় দলের রহস্যময় স্পিনার বরুণ। তাঁর বোলিংয়ের ধরন বোঝার ক্ষমতা নেই বহু দক্ষ ব্যাটসম্যানের। এই নাইট তারকার বল একবার মাটি ছুলে প্রতিপক্ষ ব্যাটারের রক্ষে নেই! কঠিন সময় বারবার দলকে রক্ষা করেছেন বরুণ। এবার বরুণের মতোই একই জায়গায় বোলিং করতে দেখা গেল কলকাতার নতুন প্লেয়ার দক্ষ কামরাকে। চক্রবর্তী পিচের যে অংশে বোলিং করেন ঠিক সেখানেই একই ভঙ্গিতে বোলিং করছেন এই নাইট।

তবে শুধু বোলিং নয়, এই ডান হাতি লেগ স্পিনার ব্যাট হাতেও বড় শট খেলতে পারেন। হ্যাঁ, একজন দক্ষ বোলিং অলরাউন্ডার হিসেবে পরিচিত কলকাতা নাইট রাইডার্স দলের নতুন সঙ্গী দক্ষ কামরা। বল বাহুল্য, এই ডান হাতি লেগ স্পিনারের মূল অস্ত্র মূলত গুগলি, ক্যারাম বল এবং স্লাইডার। সবচেয়ে বড় কথা, 95-97 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করার ক্ষমতা রয়েছে তাঁর। এ প্রসঙ্গে দক্ষর ছেলেবেলার কোচ সন্দীপ জানিয়েছেন, “বলের প্রতি ওর এতটাই নিয়ন্ত্রণ যে সেটি কোথায় পড়বে ও আগে থেকেই ঠিক করে দেয় এবং শেষ পর্যন্ত সেটাই হয়ে থাকে। ওর গুগলির স্পিড এতটাই যে অধিকাংশ ক্ষেত্রেই বল প্যাড অথবা স্ট্যাম্পে লাগে।”

অবশ্যই পড়ুন: ভারতের জার্সি গায়ে খেলতে নামলেন পাকিস্তানের প্লেয়ার! ওড়ালেন ভারতীয় পতাকাও

উল্লেখ্য, নাইট শিবিরে আসতেই ট্রায়াল হয়েছিল দক্ষর। সেখানে অভিষেক নায়ার তাঁকে দুটো লেগ স্পিন ডেলিভারি করতে বলেন। আর তারপরই দ্বিতীয় বলে উইকেট তুলে নেন দক্ষ। পরবর্তীতে দক্ষকে গুগলি করতে বললে সেই বল সরাসরি লাগে ব্যাটসম্যানের প্যাডে। সব মিলিয়ে, KKR এর কঠিন পরীক্ষায় আপাতত উত্তীর্ণ হয়ে গেলেন তরুণ বোলিং অলরাউন্ডার। এখন দেখার আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সোনালী বেগুনি জার্সি গায়ে নিজের নামের প্রতি সুবিচার করে KKR র X ফ্যাক্টর হয়ে উঠতে পারেন কিনা।

Leave a Comment