‘গম্ভীর ভারতের কোচ হতে পারে না!’ বড় মন্তব্য কপিল দেবের

Kapil Dev On Gautam Gambhir he says Gambhir is not coach he is a manager

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিরকালই ক্রিকেট নিয়ে ঠোঁট কাটা মন্তব্য করে এসেছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। একেবারে সোজাসাপটা বিষয়কে সোজা ভাবেই দেখতে পছন্দ করেন এই ভারতীয় কিংবদন্তি। কপিল বরাবরই ব্যতিক্রমী চরিত্রের। অনেকেই হয়তো জানেন, ঘরে নিজের একটিও ছবি রাখেন না প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। এবার সেই কপিল দেবই মুখ খুললেন গৌতম গম্ভীর প্রসঙ্গে (Kapil Dev On Gautam Gambhir)। সম্প্রতি কলকাতায় এসে টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতমকে নিয়ে একেবারে খোলাখুলি জবাব দিলেন 1983 র বিশ্বকাপের নায়ক।

গৌতম গম্ভীরকে নিয়ে মুখ খুললেন কপিল দেব

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শহরের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কপিল বলেন, “আমি কিন্তু বর্তমানে বাঁচতে পছন্দ করি। আমার ঘরে নিজের একটাও ছবি নেই। আমি ঘরে মিতালী বা অন্যান্যদের ছবি রাখতে পারি। অনেকের বাড়ি গিয়ে দেখি ঘরে নিজের ছবি ভর্তি করে রেখেছেন। আমি তাদের বলি আর কবে পরিণত হবে?”

এদিন কপিল দেবের গলাতে উঠে আসে কোচিংয়ের প্রসঙ্গ। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলেন, “কোচ কথাটা ক্রিকেটে আজকাল খুব চালু হয়েছে। যেমন গৌতম গম্ভীরকে বলা হচ্ছে ভারতের কোচ। কিন্তু ও কীভাবে কোচ হয়? গম্ভীর আসলে দলটাকে ম্যানেজ করে। ও কি একজন লেগস্পিনারকে কোচিং করাতে পারবে? স্কুল পর্যায় পর্যন্ত কোচিং কথাটা চলে। কিন্তু তারপর আর নয়।”

অবশ্যই পড়ুন: দ্বিতীয় বরুণ চক্রবর্তী! IPL 2026 এ KKR র X ফ্যাক্টর হতে পারেন ৩০ লাখের মিস্ট্রি স্পিনার

প্রসঙ্গত, গতকাল ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়কের পাশাপাশি শহরে এসেছিলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালী রাজও। এদিন অনুষ্ঠানে যোগ দিয়েই গত মহিলা বিশ্বকাপে ভারতের সাফল্য নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল তাকে। সেই জয়টা কিছুতেই যেন ভুলতে পারছেন না মিতালী। তাঁর কথায়, “এর আগে আমরা বেশ কয়েকবার ফাইনালে উঠেছি। তবে ট্রফি জেতা হয়নি। দেখতাম ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া ট্রফি নিয়ে চলে যাচ্ছে। আমরা শুধু তাকিয়ে থাকতাম। তবে শেষ পর্যন্ত আমাদের টিমের কাঁধে ট্রফিটা উঠেছে।” পরে সে প্রসঙ্গে অতীতের কথা যোগ করেন কপিল দেবও। সবমিলিয়ে, স্মৃতিচারণায় একেবারে জমে উঠেছিল গতকালের অনুষ্ঠান।

Leave a Comment