প্রীতি পোদ্দার, কলকাতা: গত বৃহস্পতিবার, সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অরূপ বিশ্বাস (Aroop Biswas)। নিরপেক্ষ তদন্তের স্বার্থেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানা যায়, পরে যদিও সেই ইস্তফা গ্রহণও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই রাজনৈতিক এবং প্রশাসনিক চর্চার মধ্যেই অরূপ বিশ্বাসের পদত্যাগপত্রে ‘বানান বিভ্রাট’ নিয়ে জোড় সমালোচনা শুরু হয়েছে।
চিঠিতে বানান বিভ্রাট বিতর্ক
মন্ত্রী অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র বলে একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল, যদিও সেই চিঠিটির সত্যতা যাচাই করেনি India Hood। কিন্তু সেই চিঠিতে ছিল ভূরি ভূরি বানান ভুল। ক্রীড়াঙ্গনে বানান লেখা ছিল ‘ক্রিয়াঞ্জনে’, ক্রীড়ামন্ত্রী বানান লেখা হয় ‘ক্রিয়ামন্ত্রী’, পরিপ্রেক্ষিত এর বানানও লেখা ছিল ‘পরিপেক্ষিত’। আর এই ‘বানান বিভ্রাট’ নিয়ে বেশ সমালোচনা করে বিজেপি। ‘ক্রীড়ামন্ত্রী কি স্বয়ং নিজের পদের বাংলা বানান এতদিন জানতেন না? বলেও প্রশ্ন তোলেন বিরোধীরা, এমতাবস্থায় অরূপ বিশ্বাসের শিক্ষাগত যোগ্যতা এবং সম্পত্তি নিয়ে উঠছে প্রশ্ন।
অরূপ বিশ্বাসের শিক্ষাগত যোগ্যতা ও সম্পত্তি
জানা গিয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাস ১৯৮৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে স্নাতক সম্পূর্ণ করেছিলেন। এছাড়াও উঠে এসেছে তাঁর সম্পত্তির পরিমাণের নথি। নির্বাচনী হলফনামা ও MyNetaInfo-র তথ্য অনুযায়ী, ২০১৫-১৬তে অরূপের আয় ছিল ৭ লক্ষ ৭ হাজার ৯৬৪ টাকা। তবে পরের বছর আয় কমে হয়েছিল ৫ লক্ষ টাকার ওপরে। এরপর ২০১৭-১৮ সালে আয় অনেকটাই বেড়ে হয়েছিল ২১ লক্ষ ৩১ হাজার ১৫৬ টাকা। ২০১৯-২০তে আয় ছিল ১৪ লক্ষ ২১ হাজার ৭৮২ টাকা। অন্যদিকে একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাঁর। সব মিলিয়ে মোট ৬৫ লক্ষ ৫৪ হাজার ১৪৭ টাকা ছিল অরূপের বিভিন্ন ব্যাঙ্কের অ্যাকাউন্টে।
আরও পড়ুন: যুবভারতী কাণ্ডে কালো টাকার হদিশ? শতদ্রুর রিষড়ার বাড়িতে পুলিশ! গ্রেফতার আরও তিন
হলফনামা অনুযায়ী অরূপের হাতে ২০২১ সালের নির্বাচনের সময় নগদ ছিল ২৪ হাজার ৪৮০ টাকা। তবে হলফনামা অনুযায়ী অরূপের নিজস্ব কোনও জমি নেই। এমনকি নেই কোনও কমার্শিয়াল বিল্ডিংও। নিউআলিপুরে তাঁর নিজের বাড়ি রয়েছে। ১৫০০ স্কোয়ারফুটের বাড়িটি ১৯৯৭ সালে কেনা হয়েছিল। এছাড়াও প্রচুর পরিমাণে বিনিয়োগ রয়েছে অরূপ বিশ্বাসের। ৫০ হাজার, ৭৫ হাজার পলিসির পাশাপাশি ৫ ও ১০ লক্ষ টাকার বীমা রয়েছে অরূপ বিশ্বাসের। সেইসঙ্গে রয়েছে ১২৫ গ্রাম সোনা। যার মূল্য ৫ লাখ ৬৩ হাজার ৭৫০ টাকা।
Yo, getting ready for the game tonight? Anyone using the app365bet app for betting? How’s the user experience? Better than the site? Download here: app365bet