সৌভিক মুখার্জী, কলকাতা: ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় আবারও বিরাট পদক্ষেপ নিল গুগল। হ্যাঁ, গুগল পে এবং অ্যাক্সিস ব্যাঙ্ক এবার যৌথভাবে লঞ্চ করেছে নতুন কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড (Google Pay Credit Card)। যার নাম দেওয়া হয়েছে Google Pay Flex Axis Bank Credit Card। ১৭ ডিসেম্বর, মঙ্গলবার এই নতুন কার্ডের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। সবথেকে বড় ব্যাপার, এই ক্রেডিট কার্ড ইউপিআই-ভিত্তিক অর্থাৎ দৈনন্দিন ইউপিআই পেমেন্টের অভিজ্ঞতাকে আরও জোরদার করবে। কিন্তু কী কী সুবিধা মিলবে? জানুন এই প্রতিবেদনে।
কী এই Google Pay Flex Axis Bank Credit Card?
জানিয়ে রাখি, এটি একটি অ্যাক্সিস ব্যাঙ্ক সমর্থক ক্রেডিট কার্ড। এই কার্ডটি তৈরি করা হয়েছে RuPay পেমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে। সরাসরি গুগল পে অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে এটি, আর ইউপিআই-এর মতো সহজ ভাবে ক্রেডিট ব্যবহার করা যাবে এই কার্ডের মাধ্যমে। এমনকি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ইউপিআই যেভাবে প্রতিদিন পেমেন্টের অংশ হয়ে উঠেছে, ঠিক সেভাবে এই কার্ড ক্রেডিট ব্যবহারের অভিজ্ঞতাকে আরও বাড়াবে।
কী কী সুবিধা মিলবে এই কার্ডে?
১) ইনস্ট্যান্ট রিওয়ার্ড পয়েন্ট: জানা গিয়েছে, এই কার্ডের মাধ্যমে প্রতি ১ পয়েন্টে ১ টাকা করে মিলবে। আর প্রতিটি ফ্লেক্স ট্রানজেকশনের সঙ্গে সঙ্গে রিওয়ার্ড মিলবে। পাশাপাশি মাসের শেষ অবধি অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে রিডিম করে নেওয়া যাবে।
২) সম্পূর্ণ ডিজিটাল কার্ড: এই কার্ডটির জন্য সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। কোনও ফিজিক্যাল কাগজপত্র দরকার পরবে না। এমনকি কার্ড সরাসরি মোবাইল ফোনেই থাকবে। আর আবেদন করার কয়েক মিনিটের মধ্যেই তা ব্যবহার করা যাবে।
৩) অনলাইন অফলাইন দু’জায়গাতেই ব্যবহার: RuPay নেটওয়ার্কের আওতায় লক্ষ লক্ষ অফলাইন দোকান পেমেন্টে করা যাবে এই কার্ডের মাধ্যমে। এমনকি পছন্দের অনলাইন অ্যাপে চেকআউটও সম্ভব।
আরও পড়ুন: বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল আওয়ামী লিগের অফিস! আগুনে পুড়ছে বাংলাদেশ
৪) ফ্লেক্সিবল রিপেমেন্ট অপশন: এই কার্ডের মাধ্যমে গুগল পে অ্যাপেই টাকা খরচ করা যাবে এবং বিল ট্র্যাক করা যাবে। এমনকি চাইলে পুরো টাকা একসঙ্গে পরিশোধ করতে পারবেন, অথবা ইএমআই-তে কনভার্ট করারও সুবিধা আছে।
৫) ইন-অ্যাপ কন্ট্রোল: এই কার্ড খুব সহজেই ব্লক বা আনব্লক করা যাবে। তাও সবই অ্যাপের মাধ্যমে। হ্যাঁ, খরচ নিয়ন্ত্রণ থেকে শুরু করে পিন রিসেট, সবকিছু গুগল পে অ্যাপ থেকেই হবে।
Trirangagame – the logo has a certain something. What do you guys think of their slots and table games offerings? Any recommendations? Give it a go: trirangagame