এই ভারতীয় ক্রিকেটারকে কেনা নিয়ে KKR-র ঘরে বাঁধল অশান্তি!

KKR IPL Auction KKR management clash for signing a Indian player

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 64 কোটি 30 লাখ হাতে রেখে গত মঙ্গলবার নিলামে যাকে চেয়েছে তাকেই পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR IPL Auction)। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন থেকে শুরু করে শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানদের নিয়ে শক্তিশালী দল গড়ে তুলেছে শাহরুখের ম্যানেজমেন্ট। তবে শোনা যাচ্ছে, কঠিন দল গঠনের পরও বিশেষ করে এক খেলোয়াড়কে নিয়ে KKR শিবিরে দেখা দিয়েছে চরম মতবিরোধ। তিনি আবার ভারতীয়। নাইট রাইডার্সের কয়েকটি সূত্র দাবি করছে, ভারতীয় ক্রিকেটার প্রশান্ত সোলঙ্কিকে কেনায় কার্যত অশান্তি তৈরি হয়েছে নাইটদের ঘরে!

হঠাৎ কেন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে তৈরি হল মতবিরোধ?

মিনি নিলামের একেবারে শেষের দিকে পৌঁছে বেশ কয়েকজন অনামি ভারতীয় ক্রিকেটারকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি। এদিন টেবিলে বসে প্রশান্ত সোলাঙ্কি, সার্থক রঞ্জন, কার্তিক ত্যাগী এবং দক্ষ কামরার জন্য হাত তুলেছিলেন KKR এর ম্যানেজার বেঙ্কি মাইসোর থেকে শুরু করে অভিষেক নায়াররা। তবে নাইটদের টিম ম্যানেজমেন্ট বলছে, ঠিক কোন যুক্তিতে এবং সমীকরণে 30 লাখ টাকার বিনিময়ে প্রশান্তদের মতো প্লেয়ারদের কেনা হলো? ম্যানেজমেন্টের বক্তব্য, এদের থেকেও অনেক ভালো মাপের প্লেয়ারদের নাম ছিল নিলামে।

খোঁজ নিয়ে জানা গেল, তনুশ কোটিয়ান, স্যামস মুলানি, যশ রাজ পুঞ্জা এবং সাইরাজ পাতিলের মতো ঘরোয়া ক্রিকেটে নাম আছে এমন প্লেয়ার কেনার পরামর্শ দেওয়া হয়েছিল ম্যানেজমেন্টের তরফে। তবে শেষ পর্যন্ত এইসব পরামর্শ উপেক্ষা করে অন্য অনামি খেলোয়াড়দের কিনেছে মাইসোরের টিম। বিশেষ করে, প্রশান্ত সোলাঙ্কির মতো একজন প্লেয়ারকে কেনা নিয়ে সবচেয়ে বেশি অস্বস্তি নাইটদের ঘরে। যে প্লেয়ারকে মুম্বইয়ে ক্রিকেট কেরিয়ার শুরু করার পরেও মহারাষ্ট্রে যেতে হয়েছিল।

অবশ্যই পড়ুন: বদলে যাচ্ছে KKR-র মালিক! বিক্রি হয়ে যাবে শাহরুখের দল?

তাছাড়াও গত দুবছর মহারাষ্ট্রের জার্সিতে খুব একটা আহামরি কিছুই করে দেখাতে পারেননি কলকাতার এই নতুন সঙ্গী। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও সম্প্রতি চোখে লেগে থাকার মতো পারফরমেন্স দেখাতে পারেননি তিনি। মূলত উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ দলের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন যথাক্রমে দুটো এবং একটি উইকেট পেয়েছিলেন তিনি। শুধুমাত্র এইটুকু দেখেই কেন এই লেগ স্পিনারকে দলে নেওয়া হলো তার উত্তর খুঁজে পাচ্ছে না ম্যানেজমেন্ট। বলা হচ্ছে এর থেকে তনুশ, স্যামসদের দলে নিলে আখেরে লাভ হতো KKR এর। সবমিলিয়ে ভারতীয় অনামি প্রশান্তকে দলে নেওয়া নিয়ে একপ্রকার অশান্তির বাতাবরণ নাইট শিবিরে!

Leave a Comment