রাজ্য সরকারকে ৩০০০ কোটি টাকা দেবে কেন্দ্র

MGNREGA

প্রীতি পোদ্দার, কলকাতা: মনরেগা বা MGNREGA-এর নাম পরিবর্তন করে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) সংক্ষেপে জি রাম জি করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই নিয়ে বিল বিতর্ক লেগেই রয়েছে। এমনকি প্রস্তাবিত বিলে ১০০ দিনের কাজের পরিমাণ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাবও দেওয়া হয়েছে। তবুও যেন দ্বন্দ্ব শেষ হচ্ছে না। আর এই আবহে মনরেগা প্রকল্পে বাংলাকে মাত্র ৩ হাজার কোটি দেবে বলে স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক শিবরাজ সিং চৌহান।

কেন্দ্রীয় বকেয়া নিয়ে প্রতিবাদ সাংসদদের

উল্লেখ্য, রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ৯ মার্চ থেকে কাজ বন্ধ করে দিয়েছিল নরেন্দ্র মোদি। এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখার পাশাপাশি সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনও ফল হয়নি। আর সেই কারণে গত তিন বছর লাগাতার মনরেগার বকেয়া আদায়ে সড়ক থেকে সংসদ—প্রতিবাদ জারি রেখেছে তৃণমূল। ১০০ দিনের কাজে নাকি এখনও কেন্দ্রের কাছে বকেয়া ৫০ হাজার কোটি টাকা, দাবি রাজ্য সরকারের। এবার তাই বৃহস্পতিবার সংসদ চত্বরে এরই প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ হলেন তৃণমূলের ১০ সাংসদ।

বাংলাকে ৩ হাজার কোটি দেবে কেন্দ্র,

বৃহস্পতিবার, সংসদে তৃণমূলের সাংসদরা দাবি করেছিল যে, ১০০ দিনের কাজের প্রকল্পে রাজ্যের পাওনা ৫২ হাজার কোটি টাকা। কিন্তু কেন্দ্র সেই বকেয়া না মেটানোয় পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষেরা বিপদে পড়েছে। এদিকে কেন্দ্রিয় গ্রামোন্নয়ন মন্ত্রক শিবরাজ সিং চৌহান লিখিত জবাবে জানিয়েছে, ২০২২ সালের মোতাবেক বাংলায় বকেয়া ৩ হাজার ৮২ কোটি ৫২ লক্ষ টাকা। এর মধ্যে শ্রমিকদের পাওনা ১ হাজার ৪৫৭ কোটি ২২ লক্ষ টাকা। কাজের মেটিরিয়ালের জন্য রাজ্য পাবে ১ হাজার ৬০৭ কোটি ৬৮ লক্ষ টাকা এবং প্রশাসনিক কাজের জন্য ১৭ কোটি ৬২ লক্ষ টাকা। তাই তৃণমূল যে অঙ্কই দাবি করুক না কেন, কেন্দ্র রাজ্যকে তিন হাজার কোটি টাকার বেশি দেবে না।

আরও পড়ুন: ভূরি ভূরি বানান ভুল! জানেন অরূপ বিশ্বাসের শিক্ষাগত যোগ্যতা? সম্পত্তির পরিমাণ কত?

এদিকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুরেই লোকসভায় পাশ হয় ‘জি রাম জি’ বিল। বিরোধীদের তুমুল আপত্তি উড়িয়ে মাঝরাত পর্যন্ত চলা বিভিন্ন তর্ক বিতর্ক এবং আলোচনা পর্বের পর রাজ্যসভাতেও সবুজ সংকেত পেল নতুন বিলটি। তারপরই প্রতিবাদে ওয়াকআউট করেন বিরোধী সাংসদরা। তাদের কথায়, মনরেগা বা মহাত্মা গান্ধীর নামাঙ্কিত আইন মুছে কৌশলে ‘রামনাম’ ঢোকানো হয়েছে। এর প্রতিবাদে পুরনো সংসদ ভবনের সামনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ধরনায় বসে পড়েন কংগ্রেস, ডিএমকে-সহ অন্যান্য সাংসদরা। ডেরেক ও’ব্রায়েন বলেন, সংসদকে উপহাসে পরিণত করেছে মোদি-শাহ। খুন করা হচ্ছে মহাত্মা এবং মনরেগাকে। স্লোগান ওঠে, ‘উই ওয়ান্ট নারেগা! রামজি বিল ওয়াপস লো! মোদি সরকার হায় হায়!’

Leave a Comment