গঙ্গাসাগর মেলা উপলক্ষে শিয়ালদা ডিভিশনে বিশেষ ট্রেন, সহজ হবে কাকদ্বীপ, নামখানা যাওয়া

gangasagar mela

সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। এই মেলা উপলক্ষে প্রতি বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যর্থী, পর্যটক গঙ্গাসাগরে এসে হাজির হন। ভারতের অন্যতম বৃহৎ ও প্রসিদ্ধ মেলা হল এই গঙ্গাসাগর মেলা। আপনিও কি চলতি বছর গঙ্গাসাগর যাবেন বলে প্ল্যান করছেন? ট্রেনে করে যাবেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। এবার পূর্ব রেলের শিয়ালদা বিভাগের তরফে মেলা উপলক্ষে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গঙ্গাসাগর মেলা উপলক্ষে বিশেষ ব্যবস্থা রেলের

মেলাকে ঘিরে স্টেশনে স্টেশনে পরিদর্শন করেন রেলের উচ্চপদস্থ কর্তারা। জানা গিয়েছে, শ্রী রাজীব সাক্সেনা, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, শিয়ালদহ, কাকদ্বীপ ও নামখানা স্টেশন পরিদর্শন করে বিভিন্ন প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখেন। পরিদর্শনকালে শিয়ালদহ ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।ডিআরএম শ্রী সাক্সেনা গঙ্গাসাগর মেলার তীর্থযাত্রীদের জন্য গৃহীত বিভিন্ন ব্যবস্থার পর্যালোচনা করেন, যার মধ্যে রয়েছে “May I Help You” কাউন্টারগুলির কার্যকারিতা, বুকিং কাউন্টার, যাত্রীদের দিকনির্দেশনার জন্য পাবলিক অ্যাড্রেস সিস্টেমের ঘোষণা, তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থা ইত্যাদি।

গঙ্গাসাগর স্পেশাল ট্রেন চালাবে রেল

সবথেকে বড় কথা, মেলা উপলক্ষে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। ডিআরএম মেলা উপলক্ষে চালু হওয়া অতিরিক্ত ইএমইউ লোকাল ট্রেনের সময়সূচিও পর্যালোচনা করেন। তীর্থযাত্রীদের যাতায়াতের সুবিধার্থে শিয়ালদহ ও কলকাতা থেকে অতিরিক্ত ইএমইউ লোকাল ট্রেন চালানো হবে; এই অতিরিক্ত ট্রেনগুলির বিস্তারিত সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে। তিনি শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে, বিশেষ করে শিয়ালদহ, লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ ও নামখানা স্টেশনে স্থাপিত জরুরি আলো ব্যবস্থাও পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ ভারত বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ! মুস্তাফিজুরকে ছেড়ে দেবে KKR?

  ট্রেনে ওঠানামার সময় তীর্থযাত্রীদের যথাযথ দিকনির্দেশনার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। মেলা চলাকালীন স্টেশন চত্বর ও পার্শ্ববর্তী এলাকায় নিয়মিত আবর্জনা পরিষ্কারের উপর জোর দেন। সেইসঙ্গে যাত্রী নিরাপত্তার ওপর কড়া নজর রাখতে সিসিটিভি বসানোর ওপর জোড় দেওয়া হয়েছে। এছাড়াও আধুনিক সাইনেজ বোর্ড রাখা হয়েছে যাতে স্টপ নিয়ে বা কোন দিকে যেতে হবে সে বিষয়ে যাত্রীদের সুবিধা হয়।

Leave a Comment