বড়দিনের আগেই থমকে যাবে শীত! বাড়বে তাপমাত্রা, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: পৌষের শুরুতেই বিরাট ধাক্কা শীতের (Weather Update)! ডিসেম্বরের তৃতীয় সপ্তাহতেও নেই আশানুরূপ ঠান্ডা, আর তাই দেখে হতাশ হয়ে কপাল চাপড়াচ্ছে শীত প্রেমীরা। এদিকে সামনেই বড়দিন। আবহাওয়া অফিস বলছে, এখনই নাকি জাঁকিয়ে শীতের আশা নেই বড়দিনে। পর পর পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আপাতত গা ঢাকা দিল শীত।

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, এইমুহুর্তে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। অন্যদিকে জম্মু-কাশ্মীর সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শুধু তাই নয়, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ-পশ্চিম ইরান সংলগ্ন এলাকায়। যার ফলে শীতের পথে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। আর এই প্রভাব পড়েছে বঙ্গের আবহাওয়ায়। শীতের আমেজ অনেকটাই কমল উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায়। জানা গিয়েছে উইকেন্ডেও সামান্য উষ্ণতা বাড়তে পারে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গে হালকা শীতের আমেজ এবং কুয়াশার সম্ভাবনা থাকবে। দিনভর শীতের যে অনুভূতি ছিল, তাও কার্যত উধাও। এমনকি সকাল-সন্ধেয় শীতের আমেজ যে পাওয়া যেত তাও কমে যাবে। জানা গিয়েছে উইকেন্ডে সামান্য উষ্ণতা বাড়তে পারে। আগামী পাঁচদিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। সকালে হালকা কুয়াশা থাকবে। তবে ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই রাজ্যে।

আরও পড়ুন: বড়দিনের উৎসবের সূচনায় রিল্যাক্সেশনের দাওয়াই মমতার! দিলেন সম্প্রীতির বার্তা

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

শীতের আমেজ ধীরে ধীরে কমেছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। স্বাভাবিকের কাছাকাছি কিংবা সামান্য উপরে বা নীচে থাকবে রাত ও দিনের তাপমাত্রা। আগামী সাতদিন এমনই থাকবে তাপমাত্রা। বড়সড় তাপমাত্রা পরিবর্তনের এখনই কোনো সম্ভাবনা নেই। তবে দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলাতেও তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। সঙ্গে থাকবে হালকা থেকে ঘন কুয়াশার দাপট।

Leave a Comment