সহেলি মিত্র, কলকাতাঃ মহিলাদের আর্থিকভাবে স্বাধীন করতে এবং সর্বোপরি স্বনির্ভর করতে বিভিন্ন স্কিম চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। পিছিয়ে নেই বাংলা সহ একাধিক অন্যান্য রাজ্যও। তবে বর্তমান সময়ে দেশজুড়ে একটা স্কিম নিয়ে আলোচনার শেষ নেই, আর সেটা হল বাংলার ‘লক্ষ্মীর ভান্ডার’। এই স্কিমের আওতায় বাংলার বহু মহিলা প্রতি মাসে ১০০০ টাকা থেকে শুরু করে ১২০০ টাকা করে পাচ্ছেন। মাসের শুরুতেই সেই টাকা আবেদনকারীদের অ্যকাউন্টে ক্রেডিট হয়ে যায়। তবে আজকের আর্টিকেলে পশ্চিমবঙ্গ সরকারের অপর আরেক এমন স্কিম সম্পর্কে আপনাদের তথ্য দেব যেখানে আবেদন করলে আপনি ৫০০০ টাকা অবধি পেয়ে যাবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর এই টাকা কিন্তু শুধুমাত্র মহিলারাই পাবেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
জাগো প্রকল্পে মহিলাদের ৫০০০ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
আজ কথা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অন্য আরেক সুপারহিট প্রকল্প, যার নাম ‘জাগো প্রকল্প’ (Jaago Prakalpa) নিয়ে। এই স্কিমের আওতায় মহিলারা কড়কড়ে ৫০০০ টাকা অবধি পেয়ে চলেছেন বছরের পর বছর ধরে। এই টাকা বহু মহিলার জীবনের মোড় অবধি ঘুরিয়ে দিয়েছে বলে দাবি করে সরকার। আরও বিশদে বললে, সেল্ফহেল্প গ্রুপের মহিলাদের জন্য রাজ্য সরকারের তরফে ‘জাগো প্রকল্প’ আনা হয়েছে।
‘জাগো প্রকল্প’ স্কিমে এভাবে আবেদন করুন
এই স্কিমে আবেদন করলে ৫০০০ টাকা পাওয়ার সম্ভাবনা থাকে। আসলে সরকার রাজ্যজুড়ে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে মোট ৫,০০০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ‘জাগো’ প্রকল্পের মাধ্যমে সকলকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশাসন। এই প্রকল্পের আওতায় প্রায় ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের সব শহর ও গ্রামের সমস্ত স্বনির্ভর দলের ক্ষমতায়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের সঙ্গে জড়িতদের এই আর্থিক সাহায্য করা হবে।
আরও পড়ুনঃ বড়দিনের আগেই মেগা কামব্যাক শীতের? ৬ জেলায় সতর্কতা জারি, আজকের আবহাওয়া
এই প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য স্বনির্ভর গোষ্ঠীকে নথিভুক্ত বা Registered হতে হবে। যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী অন্তত এক বছর ধরে কাজ করছে এবং তাদের ওই গোষ্ঠীর নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্তত ৬ মাসের পুরাতন তারা এই সুবিধা পাবে। ওই আকাউন্টে ন্যুনতম ৫ হাজার টাকা থাকতে হবে। Self-Help Group যাদের ‘টার্ম লোন’ বা ক্যাশ ক্রেডিট লিমিট আছে তারাই এই প্রকল্পের সুবিধা পাবে। তবে, যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী কোনদিন ব্যাঙ্ক থেকে লোন নেয়নি তারা এই সুবিধা পাবে না। যদি কোন সেল্ফহেল্প গ্রুপ পুরুষদের দ্বারা পরিচালিত হয় তাহলেও জাগো প্রকল্পে সুবিধা পাওয়া যাবে না। প্রতি বছর, সাধারণত মার্চ-এপ্রিল মাসে ওই স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে একবার জমা হয় অনুদানের টাকা।