সহেলি মিত্র, কলকাতাঃ আপনারও কি সন্তান হয়েছে? জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেটের (Birth Certificate) জন্য আবেদন করবেন বলে ভাবছেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। সরকারের তরফে এবার নতুন নিয়ম লাগু করা হয়েছে যা নতুন বাবা ও মায়েদের জেনে রাখা জরুরি। কী সেই নিয়ম? বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
বার্থ সার্টিফিকেট নিয়ে নয়া নিয়ম জারি
সরকারের তরফে জানানো হয়েছে, বাবা-মায়ের ডিজিটাল আইডি ভেরিকেশন জরুরি। আধার অথেনটিকেশন কিংবা কোনও অল্টারনেটিভ আই ডি ভেরিকেশন করতেই হবে। সার্টিফিকেটের নেওয়ার আগে বাবা-মাকে অফিশিয়াল রেজিস্ট্রেশন পোর্টালে লগ ইন করতে হবে, সমস্ত তথ্য কনফার্ম করতে হবে। আর সেটাকে অনুমোদন করতে হবে রেজিস্ট্রারকে। তবেই হাতে মিলবে বাচ্চার জন্মের শংসাপত্র।
এদিকে আরও একটা বড় বিষয় হল, আপনি যদি নিজের কোনো দেওয়া তথ্যে ভুল কিছু দিয়ে থাকেন তাহলে সেটাও সংশোধন করার সুযোগ পাবেন। বার্থ রেজিস্ট্রেশন হওয়ার পরে কারেকশনের কাজ একটি নির্দিষ্ট দিনসীমার মধ্যেই করে ফেলতে হবে। দেরি হলে কিন্তু লেট ফিজ দিতে হতে পারে, ফলে যা করতে হবে সময়ের মধ্যেই। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে সরকার আচমকা কেন এরকম সিদ্ধান্তের পথে হাঁটছে?
আরও পড়ুনঃ মহিলাদের ৫০০০ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প
আসলে জাল সার্টিফিকেট যাতে না বেরয়, ডুপ্লিকেট সার্টিফিকেট যাতে না চালু থাকে সেসব রুখতেই এত নিয়ম। সঙ্গে থাকবে অ্যাকিউরেসির বিষয়টাও। ডিজিটাল বার্থ রেকর্ডস যাতে ঠিকঠাক থাকে সে কারণে এরকম সিদ্ধান্ত বলে খবর।