সহেলি মিত্র, কলকাতা: সপ্তাহান্তে ফের একবার নতুন করে দুর্ভোগের শিকার হতে চলেছেন রেল যাত্রীরা। আবারো বাতিল থাকতে চলেছে বহু ট্রেন। এর পাশাপাশি বহু ট্রেনের চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হবে। মূলত শিয়ালদা ডিভিশনের নৈহাটি লাইনে কাজ হবে, যে কারণে বহু ট্রেন বাতিল করেছে পূর্ব রেল (Eastern Railway zone)। যাত্রা শুরু করার আগে চলুন আপনিও জেনে নেবেন বিশদে।
হাওড়া ডিভিশনে বাতিল বহু ট্রেন
পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন লিমিটে আপ নৈহাটি লাইনে পয়েন্ট নং ২৮৬ বি/২৬৯ এ (কিমি ৩৯/১-৩)-তে ডায়মন্ড ক্রশিং -এর নবীকরণের কাজের জন্য আজ ২০ ডিসেম্বর শনিবার রাত ২৩:৩০ মিনিট থেকে ২১ ডিসেম্বর রবিবার ভোর ৫:৩০ মিনিট অবধি ট্র্যাফিক ব্লকের দরকার পড়বে। যে কারণে আজ বাতিল থাকবে বহু ট্রেন।
আরও পড়ুনঃ মহিলাদের ৫০০০ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প
নিশ্চয়ই ভাবছেন কোন কোন ট্রেন বাতিল থাকবে? বিজ্ঞপ্তি অনুসারে, নৈহাটি থেকে ট্রেন নম্বর ৩৭৫৫৭, ব্যান্ডেল থেকে ৩৭২৮৪, হাওড়া থেকে ট্রেন নম্বর ৩৭২৮৯ বাতিল থাকবে। এরপর রবিবার নৈহাটি থেকে ট্রেন নম্বর ৩৭৫২১, ব্যান্ডেল থেকে ৩৭৫২২ বাতিল থাকবে। অন্যদিকে ট্রেন নম্বর ৬৩৫০১ হাওড়া-বর্ধমান মেমু ট্রেনটি রবিবার ডানকুনি-বর্ধমান হয়ে পথ পরিবর্তন করবে।

বিশেষ বার্তা রেলের
রেলের তরফে বিশেষভাবে জানানো হয়েছে, স্পেশাল বা দেরিতে চলার ট্রেন এবং পুনরায় কোন নতুন চালু করার ট্রেন পার্সেল ট্রেন টিওডি যদি থাকে ব্লক চলাকালীন যাত্রার সময় উপযুক্তভাবে নিয়ন্ত্রিত হবে বা পথ পরিবর্তন করবে যে কারণে জাতিদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম অনুসরণ করতে অনুরোধ করা হচ্ছে। অসুবিধার জন্য যাত্রীদের কাছে রেলের তরফে ক্ষমা অবধি চাওয়া হয়েছে।