সমস্যায় পড়তে পারে KKR! IPL-এ কদিন খেলতে পারবেন না মুস্তাফিজুর? জানাল BCB

KKR Pacer Mustafizur Rahman IPL Availability

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মঙ্গলবার, 9 কোটি 20 লাখ খরচ করে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আর তারপর থেকেই বাড়তে শুরু করে জল্পনা। শোনা গিয়েছিল, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজের কারণে কাটার মাস্টার মুস্তাফিজুরকে (Mustafizur Rahman IPL Availability) গোটা IPL এ পাবে না শাহরুখ খানের দল। শেষ পর্যন্ত সেটাই হচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, পুরো IPL খেলতে পারবেন না রহমান।

IPL এ কতদিন খেলতে পারবেন মুস্তাফিজুর?

প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যেসব বাংলাদেশি খেলোয়াড় দল পাবেন তাদেরকে NOC দেবে BCB। তবে নিলামে ওপার বাংলার ক্রিকেটার হিসেবে একমাত্র বিক্রি হয়েছেন মুস্তাফিজুর। তারপরেই যেন বদলে গেল গোটা চিত্র। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে একেবারে খোলাখুলি জানানো হয়, পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। মোট দুই ভাগে এই সিরিজ অনুষ্ঠিত হবে। পাকিস্তান সুপার লিগের আগে এক ভাগ হবে এবং টুর্নামেন্ট হয়ে গেলে তারপর বাকি অংশের খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের জন্য নয় বরং বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের কারণে মুস্তাফিজুর IPL এ 8 দিন খেলতে পারবেন না। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশে উপস্থিত থাকবেন তিনি। এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমরা ইতিমধ্যেই মুস্তাফিজুরকে গোটা IPL খেলার জন্য NOC দিয়ে দিয়েছি। তবে ও শুধুমাত্র 8 দিন IPL থেকে সরে এসে বাংলাদেশ দলকে সময় দেবে।”

অবশ্যই পড়ুন: প্রথম IPL নিলামে রোহিত ও বিরাটের বেতনের পার্থক্য কত ছিল? এখনই বা কত জানেন?

প্রসঙ্গত, এপ্রিলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যদিও সেই সিরিজের চূড়ান্ত সূচি এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। আপাতত যা খবর মুস্তাফিজুর যেহেতু বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি দলের সদস্য সেক্ষেত্রে তাঁর 20 ওভারের সিরিজেই খেলার সম্ভাবনা বেশি। কাজেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে মঞ্জুর হওয়া ছুটির 8 দিনের মধ্যে KKR এর ম্যাচ কবে কবে বা আদৌ কলকাতার ম্যাচ আছে কিনা তা জানা যায়নি। তবে আশঙ্কা, জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে মুস্তাফিজুর চোট পেলে বিরাট ধাক্কা খাবে কলকাতা নাইট রাইডার্স!

Leave a Comment