রেললাইনের ধারে শৌচকাজ, মোদীর সভায় যেতে গিয়ে তাহেরপুরে ট্রেনের ধাক্কায় মৃত ৪

Taherpur Train Accident

সৌভিক মুখার্জী, তাহেরপুর: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সভায় আসতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। তাহেরপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল চারজনের (Taherpur Train Accident)। হ্যাঁ, আজ অর্থাৎ শনিবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। তাহেরপুরে সভা রয়েছে তাঁর। তবে তার মধ্যে ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। চারজনের মৃত্যুর পাশাপাশি ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। আর গুরুতর অসুস্থ অবস্থায় একজনকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

সূত্রের খবর, মৃত এবং আহত ব্যক্তিদের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। তারা নদীয়ার তাহেরপুরে মোদীর সভাতে যোগ দিতে আসছিলেন। তবে আজ সকালে তাহেরপুর স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, সভায় যোগ দিতে শুক্রবার রাতে মুর্শিদাবাদ থেকে ৪০ জন নদীয়াতে এসেছিলেন। সকলেরই বাড়ি বড়ঞার সাবলদহ গ্রামে। তবে তাদের মধ্যে বেশ কয়েকজন ভোরবেলা রেললাইনের ধারে শৌচকাজ করতে চান। সেই সময় আচমকা ওই লাইন দিয়ে ধেয়ে আসা এক ট্রেনের ধাক্কায় লাইনে ছিটকে পরে চারজন, এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এই ঘটনার খবর পেয়ে দ্রুত রেল এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। এমনকি কীভাবে এই দুর্ঘটনা ঘটল সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজনকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তকারীরা মনে করছে, ঘন কুয়াশার কারণেই ট্রেন দৃশ্যমানতার আওতায় আসেনি। সেই কারণেই এই বড়সড় দুর্ঘটনা। এমনকি পুলিশ তদন্তে নেমেছে।

স্থানীয় সূত্র অনুযায়ী খবর, মৃতদের নাম রামপ্রসাদ ঘোষ যার বয়স ৭২, মুক্তিপদ সূত্রধর যার বয়স ৬৩ এবং গোপীনাথ দাস যার বয়স ৪৭। আর একজনের পরিচয় এখনও যাচাই করা যায়নি। এমনকি এর মধ্যে একজন বিজেপি কর্মীও আহত হয়েছেন। এ বিষয়ে বিজেপি নেতা জগন্নাথ সরকার বলেছেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তিন দলীয় কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করছি। আহত এবং মৃতদের পরিবারের পাশে রয়েছে পুলিশ প্রশাসন। ভোর পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: অজানা নম্বর থেকে কল এলেই দেখাবে নাম, Jio চালু করল CNAP সার্ভিস

এদিকে বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। আর তার আগে ২০ ডিসেম্বর মতুয়াগড়ে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে কমপক্ষে ৩২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করতে চলেছেন তিনি। তাই রাজনৈতিকভাবে এই সফর গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞরা। কিন্তু তার মধ্যে এরকম দুর্ঘটনা শোকের ছায়া নামিয়ে এনেছে রাজনৈতিক মহলে।

Leave a Comment