হার্দিকের শট গিয়ে লাগে ক্যামেরাম্যানের হাতে, নিজেই শুশ্রূষা করলেন ভারতীয় অলরাউন্ডার

Hardik Pandya hits cameraman after that he shows humanity

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যাট হাতে গতকাল দক্ষিণ আফ্রিকার বোলারদের একপ্রকার জবাই করেছিলেন হার্দিক পান্ডিয়া। আহমেদাবাদে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটা স্মরণীয় করে রাখতে ব্যাটে ঝোড়ো হাওয়া তুলে প্রতিপক্ষকে একেবারে কুপোকাত করে ফেলেছিলেন পান্ডিয়া। তবে সেই দুর্ধর্ষ ব্যাটিংয়ের মাঝে হার্দিকের একটি বল গিয়ে লাগে সরাসরি ক্যামেরাম্যানের হাতে (Hardik Pandya Hits Cameraman)। বেশ চোট পান তিনি। অবাক করা বিষয়, ইনিংস শেষের পর নিজে গিয়েই ওই ক্যামেরা পার্সনের হাতে আইস প্যাক ঘষে দিলেন ভারতের মানবিক অলরাউন্ডার। তাতে হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ নেট নাগরিকরা।

পঞ্চম টি-টোয়েন্টিতে ধরা পড়ল হার্দিকের মানবিক রূপ

শুক্রবার, টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত। সেই সূত্রেই শুরুটা দুর্দান্ত করেছিলেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। তাতে 4 ওভারে 40 এর গন্ডি ছুঁয়ে ফেলে ভারত। তবে এরপর দুই ওপেনার আউট হলে দলের দায়িত্ব কাঁধে তুলে নেন তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়া। এদিন নিজের ইনিংসের শুরুটা করেছিলেন ওভার বাউন্ডারি দিয়ে। হার্দিকের প্রথম বলে ছয় দেখে, একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল গ্যালারি।

এরপর একটানা চলল পান্ডিয়া ঝড়। প্রথম 7 বলে দক্ষিণ আফ্রিকার বোলারদের পিটিয়ে 31 রান করলেন তিনি। শেষ পর্যন্ত 16 বল খেলে করে ফেললেন হাফ সেঞ্চুরি। তবে 25 বলে 63 রান করার পরই উইকেট হারাতে হয় তাঁকে। তবে এর আগে ভারতীয় অলরাউন্ডারের একটি ছয় সরাসরি গিয়ে আঘাত করেছিল মাঠের বাইরে দাঁড়িয়ে থাকা এক ক্যামেরাম্যানকে।

অবশ্যই পড়ুন: ২১ বছর পর সমস্ত যন্ত্রণা ভুলে ইতিহাস গড়ার সুযোগ ইস্টবেঙ্গলের

করবিন বশের দুরন্ত বলে লং অফের দিকে ছক্কা হাঁকাতেই তা গিয়ে লাগে ক্যামেরাম্যানের হাতে। ভারতের ডাগআউট এর কাছেই দাঁড়িয়েছিলেন তিনি। এদিকে হার্দিকের শট দেখে একেবারে চমকে গেলেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে বাকিরা। ক্যামেরাম্যানের অবস্থা দেখেও মন ভার হয়ে আসছিল অনেকের। তবে যন্ত্রণার মধ্যেও ক্যামেরা কাঁধে নিয়ে কাজ করে চলেছিলেন তিনি।

এরই মাঝে ভারতের ফিজিও গিয়ে শুশ্রূষা শুরু করেন। অন্যদিকে কয়েক মিনিটের জন্য ম্যাচ বন্ধ হয়ে গেলে দেখা যায় হার্দিক ক্যামেরাম্যানের দিকে এগিয়ে এসে নিজে থেকেই তাঁর হাতে আইসপ্যাক ডলে দিলেন। শুধু তাই নয়, ক্যামেরাম্যানকে জড়িয়েও ধরলেন তিনি। সেই সাথেই নিজের মানবিক রূপও সকলের সামনে একেবারে উজাড় করে দিলেন পান্ডিয়া। তাতে খেলোয়াড়ের প্রশংসায় একেবারে পঞ্চমুখ নেট দুনিয়া।

 

Leave a Comment