সবথেকে সস্তার ফোল্ডেবল ফোন লঞ্চ করছে ভারতীয় কোম্পানি, জানুন দাম ও ফিচার্স

Nova Flip

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের স্মার্টফোন বাজারে আসছে বড়সড় চমক। জানা গিয়েছে, দেশীয় স্মার্টফোন ব্রান্ড NxtQuantum এবার সবথেকে সস্তার ফোল্ডেবল AI+ ফোন লঞ্চ করতে চলেছে, যেটির নাম রাখা হয়েছে Nova Flip। সম্প্রতি ফোনটির টিজার সামনে এসেছে, যা নজর কেড়েছে টেক মহলে। উল্লেখ্য, কোম্পানির প্রথম ফোন ফোন AI+ Nova, যেটি 6,000 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। সেটি ভারতে লঞ্চ করা সবথেকে সস্তার 5G স্মার্টফোন ছিল তা বলা যায়। বর্তমানে ফ্লিপকার্টে পাওয়াও যাচ্ছে এই মডেলটি। আর এবার ফের তারা বাজেটবান্ধব ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে। বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।

কবে লঞ্চ হবে এই ফোন?

NxtQuantum এর এই সাশ্রয়ী মূল্যের ফোল্ডেবল ফোনটি 2026 সালের প্রথম দিকেই লঞ্চ করা হতে পারে বলে বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে। উল্লেখ্য, রিয়েলমির প্রাক্তন সিইও মাধব শেঠ AI+ ব্র্যান্ডের সভাপতি। সেই সূত্রে জানা গিয়েছে, কোম্পানি আগামী বছর Nova Pro, Nova Ultra এবং Nova Flip ফোনগুলি লঞ্চ করতে চলেছে। এমনকি কোম্পানি তাদের টিজারে Nova Flip ফোনটির বিস্তারিত তথ্য শেয়ার করেছে। আর এটি NxtQuantum OS অপারেটিং সিস্টেমের উপরেই লঞ্চ করা হবে বলে খবর। এই সফটওয়্যারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ফোনটি ভাঁজ করার পরেও ফিচার্সগুলো অ্যাক্সেস যোগ্য থাকে।

এদিকে কোম্পানি এই ফোনের যে ডিজাইন প্রকাশ্যে এনেছে, সেখানে ব্যাক প্যানেল থেকে শুরু করে ফোল্ডেবল ডিজাইনের সাথে পাওয়ার বাটনটিও দেখা গিয়েছে। এই ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে, যেটা দেখতে Oppo Find N Flip এর মতোই। পাশাপাশি ফোনের ব্যাট প্যানেলে ছোট সেকেন্ডারি ডিসপ্লে থাকবে, যেটি নোটিফিকেশনের জন্য ব্যবহার করা হবে। আরে ফোল্ডেবল মেইন ডিসপ্লেতে একটি পাঞ্চ হোল ডিজাইন থাকবে। সেখানে সেলফি ক্যামেরা দেওয়া হবে। যদিও ফোনের ফিচার্স সম্পর্কে কোম্পানি এখনও পর্যন্ত কোনও তথ্য শেয়ার করেনি।

আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই চাকরি, শুরুতে বেতন ২২,০০০! কোল ইন্ডিয়াতে প্রচুর শূন্যপদে নিয়োগ

তবে দাম নিয়ে যদি কথা বলি, তাহলে কোম্পানি অনেক কম দামেই অফার করতে পারে এই ধামাকাদার ফোনটি। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, Nova Flip-র দাম হতে পারে মোটামুটি 40,000 টাকার মধ্যে। হ্যাঁ, এর দাম Tecno Phantom Flip এর থেকেও কম হবে তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment