বিক্রম ব্যানার্জী, কলকাতা: কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ! ওপারে ক্রমাগত উঠছে ভারত বিরোধী স্লোগান। একের পর এক হুমকি ভেসে আসছে ইউনূসের দেশ থেকে (India-Bangladesh Tension)। বাংলাদেশের কট্টরপন্থী আন্দোলনকারীদের অত্যাচারে একেবারে দুর্বিষহ অবস্থা ওপারের সংখ্যালঘু হিন্দুদের। হুমকি দেওয়া হচ্ছে সেভেন সিস্টার্স দখল করে নেওয়ারও। এবার সেই হুমকির প্রতিবাদে পথে নামলেন ভারতীয়রাও। বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারের অফিসের বাইরে বিক্ষোভ দেখাল ত্রিপুরার এক রাজনৈতিক দলের যুব শাখা।
হুমকির প্রতিবাদে বিক্ষোভ ত্রিপুরার যুবদের
হাদির মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না ওপারের একটা বড় অংশ। এদিকে এই ঘটনাকে ইস্যু বানিয়ে বাংলাদেশে চরম অস্থিরতা তৈরি করেছে কট্টরপন্থীরা। ভারত বিরোধী মনোভাব ছড়িয়ে দেওয়ার চেষ্টাও হচ্ছে প্রতি মুহূর্তে। আর ঠিক সেই আবহে, উত্তর পূর্ব ভারতকে আলাদা করে দেওয়ার হুমকি দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। মূলত সেভেন সিস্টার্স নিয়ে তাঁর কড়া মন্তব্যের প্রতিবাদে এবার পথে নামল ত্রিপুরার যুবসমাজ।
বাংলাদেশের ওই নেতার মন্তব্যকে অপমানজনক এবং বিভাজন সৃষ্টিকারী মন্তব্য হিসেবে উল্লেখ করে শুক্রবার, তিপরা মোথারা যুব শাখা ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিসের সামনে তুমুল বিক্ষোভ দেখায়। এদিন একেবারে জাতীয় পতাকা হাতে নিয়ে বাংলাদেশের কট্টরপন্থী এবং ভারত বিরোধী মনোভাবাপন্ন নেতাদের বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন ত্রিপুরা ইয়ুথ ফেডারেশন এর সদস্যরা। শুধু তাই নয়, ওপার বাংলায় ভারত বিরোধী একাধিক মন্তব্যের জেরে এবার কঠিন কূটনৈতিক পদক্ষেপেরও আর্জি জানান তারা।
অবশ্যই পড়ুন: ২১ বছর পর সমস্ত যন্ত্রণা ভুলে ইতিহাস গড়ার সুযোগ ইস্টবেঙ্গলের
এদিন ওপার বাংলার নেতাদের অতীতের কথা স্মরণ করিয়ে ত্রিপুরা ইউথ ফেডারেশনের প্রেসিডেন্ট সুরজ দেববর্মা জানিয়েছিলেন, “ভুললে চলবে না ভারত সরকার এবং ভারতের সেনাবাহিনীর জন্যই 1971 সালে বাংলাদেশের জন্ম হয়েছিল। এখন সেই দেশের লোকজনই আমাদের শত্রু আখ্যা দিচ্ছে। আমাদের সর্বভৌমত্বকে অপমান করছে। এটা মেনে নেওয়া যায় না।” এদিন ওপার বাংলার নেতাদের কুরুচিকর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি ভারত সরকারের কাছেও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তারা।