বিক্রম ব্যানার্জী, কলকাতা: দাদাদের পর এবার ভাইরাও এশিয়া কাপের ফাইনালে (India Vs Pakistan) পাকিস্তানের মুখ দেখবে। হ্যাঁ, শুক্রবার প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে অনূর্ধ্ব 19 এশিয়া কাপের মহামঞ্চে জায়গা করে নিয়েছেন বৈভব সূর্যবংশীরা। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে পরাস্ত করেছে পাকিস্তান। ফলে মহামঞ্চে এশিয়ার দুই চির প্রতিদ্বন্ধি ভারত এবং পাকিস্তানের মুখোমুখি সংঘর্ষ দেখার সুযোগ হবে ক্রিকেট ভক্তদের। কিন্তু আগামীকাল অর্থাৎ রবিবার এই দুর্ধর্ষ মেগাফাইনাল কোথায় দেখবেন? কোন টিভি চ্যানেল বা মোবাইল অ্যাাপে সম্প্রচারিত হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচের লাইভ?
কখন শুরু হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ?
চলতি অনূর্ধ্ব-19 এশিয়া কাপের প্রথম থেকেই দুরন্ত পারফরমেন্স দেখিয়ে এসেছে ভারতের ছোটরা। সেই সূত্রেই শেষবারের মতো লঙ্কান বাহিনীকে বড় ধাক্কা দিয়ে পাকিস্তানকে হারানোর সুযোগ করে ফেলল ভারতীয় দল। নির্ধারিত সূচি অনুযায়ী, 21 ডিসেম্বর অর্থাৎ রবিবার দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অ্যাকাডেমিতে ভারতীয় সময় সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে ম্যাচ। বলে রাখি, দীর্ঘ 11 বছর পর অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান।
বাড়িতে বসেই দেখা যাবে ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ
গোটা টুর্নামেন্টে দাপট বজায় রেখে সূর্যকুমার যাদবদের মতোই ছোটদের ভারতীয় দলও চাইছে সেমিফাইনালে পাকিস্তানের চোখে সর্ষের ফুল ঘষে দিয়ে খেতাব নিজেদের নামে করতে। অন্যদিকে চির প্রতিদ্বন্ধি পাকিস্তানের ছেলেরাও ভারতকে হারাতে প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনও প্রকারে বৈভবদের গুঁড়িয়ে দিয়ে এশিয়া কাপ নিজেদের কাছে রাখতে চাইবে তারা। সব মিলিয়ে, আগামীকাল এশিয়ার দুই শক্ত প্রতিদ্বন্ধীর ম্যাচ একেবারে জমজমাট হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ঘরে বসে কীভাবে দেখবেন এই খেলা?
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনাল সরাসরি কোনও টিভি চ্যানেলে সম্প্রসারিত হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে ক্রিকেটপ্রেমীরা চাইলে নিজের স্মার্টফোনেই এই ম্যাচ দেখতে পারবেন। সে ক্ষেত্রে প্লে স্টোর থেকে Sony liv অ্যাপ ডাউনলোড করে অথবা Sony liv এর ওয়েবসাইট থেকে ভারত বনাম পাকিস্তানের দ্বৈরথ উপভোগ করতে পারবেন।
অবশ্যই পড়ুন: ‘শুধু এই প্লেয়ারকেই নিজেদের মনে করে KKR!’ IPL নিলাম তুলে দেওয়ার দাবি কোচ নায়ারের
উল্লেখ্য, শুক্রবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত সময়ে 8 উইকেট হারিয়ে 138 রান তুলেছিল শ্রীলঙ্কা। পরবর্তীতে প্রতিপক্ষের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল না হলেও শেষটা একেবারে রাঙিয়ে দিয়ে ম্যাচ পকেটে পুরে নেন বিহান মালহোত্রা, অ্যারন জর্জরা। এদিন বৈভব 9 রানে আউট হয়ে মাঠ ছাড়লেও এই দুই ব্যাটসম্যানের তরফে যথাক্রমে 61 এবং 58 রানের অপরাজিত ইনিংস উপহার পেয়েছিল ভারত। তাতেই 8 উইকেট হাতে রেখে জিতে যায় মেইন ইন ব্লু।