বিশ্বকাপের দল থেকে শুভমন গিলকে বাদ দেওয়ার কারণ জানালেন আগরকর

Ajit Agarkar On Shubman Gill explain the reason behind dropped him from the team

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার প্রত্যাশা মতোই 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে অবাক করা বিষয় দল থেকে বাদ পড়লেন টেস্ট এবং ওয়ানডের অধিনায়ক শুভমন গিল। অর্থাৎ এই তারকা ব্যাটসম্যানকে ছাড়াই বিশ্বকাপ খেলতে যাবেন সূর্যকুমার যাদবরা। প্রশ্ন থেকে যায় কেন বিশ্বকাপের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন গিল? উত্তর দিলেন খোদ প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar On Shubman Gill)। এদিকে গিল দলে না থাকা সত্ত্বেও অধিনায়ক সূর্যকুমার বললেন বর্তমান দল নিয়ে তিনি অত্যন্ত খুশি।

কেন দল থেকে বাদ দেওয়া হল গিলকে?

দল ঘোষণার পরই সাংবাদিকদের মুখোমুখি হয় ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর একেবারে খোলাখুলি বলেন, “আমরা সবই জানি শুভমন কতটা ভাল মানের ক্রিকেটার। দুর্ভাগ্য গত বিশ্বকাপেও দলের কম্বিনেশনের জন্য ওকে জায়গা দেওয়া হয়নি। আসলে দলের কম্বিনেশনটাই আগে। সে কারণেই 15 সদস্যের দল বেছে নিতে হলে কাউকে তো বাদ দিতে হবেই। ফলে এবারেও গিলকে বাদ দিতে হল।”

এদিন দীর্ঘ দু বছরেরও বেশি সময় ধরে ভারতীয় দলের বাইরে থাকা ঈশান কিষাণকে দলে নেওয়ার কারণও ব্যাখ্যা করেন প্রধান নির্বাচক। অগরকর বলেন, “আমাদের টপ অর্ডারে একজন দক্ষ উইকেট কিপার দরকার ছিল। কম্বিনেশন নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই মুহূর্তে জিতেশ শর্মা আমাদের হাতে রয়েছে। ও খুব একটা খারাপ ছন্দে নেই। কিন্তু টপ অর্ডারে একজন উইকেট কিপার থাকা দরকার।”

এদিন আগরকর একেবারে স্পষ্ট বুঝিয়ে দিলেন, ঈশানের মতোই একজন প্লেয়ারকে খুঁজছিল ম্যানেজমেন্ট। তাই শেষ পর্যন্ত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাঁকেই উইকেট কিপার হিসেবে দলে নেওয়া হল। আপাতত যা খবর, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে ওপেনিং অথবা তিন নম্বর পজিশনে নামতে পারেন ঈশান।

গিল না থাকায় খুশি সূর্য?

এদিন গিলকে বাদ দেওয়া নিয়ে প্রধান নির্বাচকের সুরেই কথা বলেন সূর্যকুমার যাদব। ভারতের অধিনায়ককে বলতে শোনা যায়, “গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমরা শ্রীলঙ্কায় খেলতে গিয়ে 200 র বেশি রান করে এসেছিলাম। সেখানে গিল ছিল। তবে এই মুহূর্তে টপ অর্ডারে একজন কিপার রাখা প্রয়োজন। সে কারণেই ওকে বাদ দিতে হলো। পরের দিকে অবশ্য ওয়াশিংটন সুন্দর থেকে শুরু করে রিঙ্কুরা রয়েছেন ঠিকই তবে ঈশানের মতো একজনকে দরকার ছিলই। গিলের ফর্ম নিয়ে আপাতত আমাদের কোনও সংশয় নেই।”

অবশ্যই পড়ুন: এই সময় ফর্মে ফিরবেন সূর্য! T20 বিশ্বকাপের আগেই জানালেন টিম ইন্ডিয়ার সদস্য

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজের খারাপ ফর্ম নিয়েও খুব একটা চিন্তিত নন ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্য। গিলকে বাদ দিয়ে যে দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলেছে সেই দল নিয়ে অত্যন্ত খুশি স্কাই। এদিন একেবারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিলেন, বিশ্বকাপের দলে গিলের থাকা আর না থাকাটা সমান। তাই তাঁর এই দলে জায়গা নেই!

Leave a Comment