ফের লাগু হবে ওল্ড পেনশন স্কিম? জানিয়ে দিল কেন্দ্র সরকার

Old Pension Scheme

সহেলি মিত্র, কলকাতাঃ অষ্টম বেতন পে কমিশন নিয়ে আলোচনা চলছে সর্বত্র। এই নতুন পে কমিশন লাগু হওয়ার অপেক্ষায় দিন গুনছেন সকলে। তবে এসবের মাঝেই আরও একটা প্রসঙ্গ এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। আর সেটা হল ওল্ড পেনশন স্কিম (Old Pension Scheme) পুনরায় সরকার চালু করবে কিনা সে বিষয়ে। এক কথায় যত সময় এগোচ্ছে ততই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য পুরাতন পেনশন প্রকল্প (OPS) পুনরুদ্ধার নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে।

পুনরায় OPS লাগু করবে সরকার?

এই দাবিটি আরও তীব্র হয়েছে, বিশেষ করে ইউনিফাইড পেনশন প্রকল্প (UPS) এর সাথে যুক্ত হওয়ার জন্য বেশ কয়েকবার মেয়াদ বৃদ্ধি করা সত্ত্বেও প্রত্যাশিত সমর্থন অর্জনে ব্যর্থ হওয়ার পর। এই দাবিটি সংসদেও আলোচনা করা হচ্ছে। OPS একটি নির্দিষ্ট পেনশন প্রদান করে, যখন NPS এবং UPS অবদান-ভিত্তিক। এই পার্থক্য কর্মীদের মধ্যে উদ্বেগ এবং মতবিরোধের কারণ। লোকসভায় শেয়ার করা সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ২৩ লক্ষ যোগ্য কর্মচারীর মধ্যে মাত্র ১.২২ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউপিএস বেছে নিয়েছেন, যদিও সরকার ৩০ নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়িয়েছিল।

আরও পড়ুনঃ ১০০ এক্সপ্রেস, মেলের তৎকাল টিকিটে OTP বাধ্যতামূলক করল রেল, তালিকায় হাওড়ারও ট্রেন

কম সংখ্যক লোক এটি বেছে নেওয়ার ফলে কর্মচারী ইউনিয়ন এবং বিরোধী সাংসদদের পুরাতন পেনশন প্রকল্পে ফিরে আসার দাবি আরও জোরদার হয়েছে , যা শেষ বেতনের সাথে সংযুক্ত একটি নির্দিষ্ট পেনশনের নিশ্চয়তা দেয়। ১৫ ডিসেম্বর লোকসভায় কিছু প্রশ্নের জবাবে, অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছিলেন যে জাতীয় পেনশন ব্যবস্থা (NPS) বা ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য OPS পুনরুদ্ধারের কোনও প্রস্তাব নিয়ে বিবেচনা নেই।

কেন এখনও OPS এর চাহিদা রয়েছে?

সরকারি কর্মচারীদের মধ্যে পুরাতন পেনশন প্রকল্প খুবই জনপ্রিয়। এই প্রকল্পটি আজীবন পেনশনের নিশ্চয়তা দেয়। এই প্রকল্পের অধীনে, কর্মচারীরা তাদের শেষ মূল বেতনের ৫০% সমপরিমাণ পেনশন এবং মহার্ঘ্য ভাতা পান। সম্পূর্ণ খরচ সরকার বহন করে। অপরদিকে NPS এবং UPS হল অবদান-ভিত্তিক ব্যবস্থা, যেখানে কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়ই তাদের চাকরির বছর জুড়ে অবদান রাখেন। চূড়ান্ত পেনশন জমা হওয়া পরিমাণ এবং বিনিয়োগের রিটার্নের উপর নির্ভর করে।

Leave a Comment