শেয়ার মার্কেট থেকে টাকা তুলতে চান? বিনিয়োগ করতে পারেন এই ৬ স্টকে

Stock To Invest best 6 Stocks for investing according to brokerage farms

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে বিনিয়োগ করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন সবাই। তবে প্রতিকূলতার মধ্যে দিয়ে সেই স্বপ্ন পূরণ হয় খুব কম সংখ্যক বিনিয়োগকারীর। আসলে শেয়ার বাজার হলো এমনই এক বাজার যা একজন ইনভেস্টরকে যেমন রাতারাতি কোটি টাকার মুখ দেখাতে পারে, তেমনই বিনিয়োগকারীর কোটি কোটি আমানত চোখের পলকে ডুবিয়ে দিতে পারে। তাই এই বাজারে বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া আবশ্যক। এমন অনেক বিনিয়োগকারী রয়েছেন যাঁরা শেয়ার বাজার বা স্টক মার্কেটে বিনিয়োগের (Stock To Invest) আগে মূলত বিভিন্ন ব্রোকারেজ ফার্মের রিপোর্ট বা তথ্য দেখে তবেই বিনিয়োগ করেন। আজকের প্রতিবেদনে রইল তেমনই কিছু স্টক যেখানে বিনিয়োগ করতে বলছেন বিভিন্ন ব্রোকারেজ ফার্মের বিশেষজ্ঞরা।

এই স্টকগুলিতে বিনিয়োগের পরামর্শ বিভিন্ন ব্রোকারেজ ফার্মের

প্রথম স্টক

ICICI Prudential Asset Management Co Ltd এর স্টকগুলির উপর আস্থা রেখেছে বেশ কয়েকটি ব্রোকারেজ ফার্ম। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনগুলিতে এই স্টক বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিতে পারে। শুধু তাই নয়, বিশেষজ্ঞরা এই স্টকটিকে বাই রেটিং দিয়েছে। তাছাড়াও অভিজ্ঞ বিনিয়োগকারীরা মনে করছেন এই স্টক আগামী দিনে ধাক্কা খেলেও ফের উঠে দাঁড়াবে।

দ্বিতীয় স্টক

গ্লোবাল ব্রোকারেজ ফার্ম জেফরিস তাদের রিপোর্টে দাবি করছে বিশ্বব্যাপী খাবার সরবরাহকারী সংস্থা Zomato র স্টকগুলি আগামী দিনে বিনিয়োগকারীদের বড় রিটার্ন দিতে পারে। গতকাল অর্থাৎ শুক্রবার এই সংস্থার একটি স্টকের দাম ছিল 286.25 টাকা। তবে এই ব্রোকারেজ ফার্ম বিশ্বাস করে আগামী দিনে এই স্টকের দাম 480 টাকায় পৌঁছে যেতে পারে। অর্থাৎ অল্প সময়ের মধ্যে 61 শতাংশ পর্যন্ত লাফ দিতে পারে এই স্টকগুলি।

তৃতীয় স্টক

বহু পুরনো এবং বিশ্বস্ত ব্রোকারেজ ফার্ম মতিলাল ওসওয়াল ইতিমধ্যেই Aditya Birla Real Estate Ltd এর স্টকটিকে বাই রেটিং দিয়েছে। এই ব্রোকারেজ ফার্ম এর বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, আদিত্য বিড়লা গ্রুপ যেভাবে তাদের ব্যবসা এগিয়ে নিয়ে চলেছে তাতে আগামী দিনে এই স্টকের এর দাম 33 শতাংশ পর্যন্ত বাড়তে পারে। বলে রাখি, 19 ডিসেম্বর শেয়ার বাজার বন্ধ হয়ে যাওয়ার আগে পর্যন্ত এই স্টকের দাম ছিল 1739 টাকা। তবে মতিলাল ওসওয়াল ব্রোকারেজ ফার্মের দাবি, Aditya Birla Real Estate Ltd এর একটি স্টক এর দাম 2275 টাকা পর্যন্ত উঠতে পারে।

চতুর্থ স্টক

সাম্প্রতিককালে শেয়ারবাজারের চরম অনিশ্চয়তার মধ্যে ভারতীয় সংস্থা Meesho Ltd এর স্টকগুলির দামও বেশ খানিকটা পড়েছে। তবে EBS এই সংস্থার স্টকটিকে বাই রেটিং দিয়েছে। শুধু তাই নয়, এই ব্রোকারেজ ফার্ম বিশ্বাস করে আগামী দিনে শেয়ারবাজার কিছুটা গতি পেলে এই স্টকের দাম অনেকটাই বাড়বে। কিছুদিন আগেই EBS এই স্টকটির দাম 220 টাকা পর্যন্ত পৌঁছবে বলে ভবিষ্যৎবাণী দিয়েছিল। শেষ পর্যন্ত সেটা হয়েছে। গতকাল অর্থাৎ 19 ডিসেম্বর বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত এই স্টকের দাম কিছুটা কমে 219 টাকা 05 পয়সায় দাঁড়িয়েছিল।

পঞ্চম স্টক

কিছুদিন আগে পর্যন্তও ভারতীয় সংস্থা Vishal Mega Mart এর স্টকগুলির পাশে রেডমার্কিং ছিল। অর্থাৎ শেয়ার বাজারের চরম অনিশ্চয়তার মধ্যে বেশ কিছুটা হ্রাস পেয়েছিল এই স্টকের দাম। তবে সেখান থেকে ফের মাথা তুলে দাঁড়িয়েছে Vishal Mega Mart এর স্টকগুলি। শেষবারের মতো 19 ডিসেম্বর এই সংস্থার একটি স্টকের দাম ছিল 137 টাকা 80 পয়সা। তবে এই মতিলাল ওসওয়াল ব্রোকারেজ ফার্মটি বলছে আগামী দিনে এই সংস্থার একটি স্টকের দাম 170 টাকায় পৌঁছতে পারে। অর্থাৎ বর্তমান দামের থেকে 25 শতাংশ লাফ দিতে পারে এই স্টকগুলি। শুধু তাই নয় এই ব্রোকারেজ ফার্ম স্টকটিকে বাই রেটিংও দিয়েছে।

অবশ্যই পড়ুন: IPL-র আগেই গরম খবর, বিরাট কোহলিদের দলে জায়গা পেলেন KKR-র নতুন ক্রিকেটার

ষষ্ঠ স্টক

জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম মর্গ্যান স্ট্যানলি ভারতীয় সংস্থা Reliance Industries এর স্টকগুলির উপর আস্থা রেখেছে। শেষবারের মতো গতকাল শেয়ার বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত আম্বানি সংস্থার একটি স্টকের দাম ছিল 1564.90 টাকা। তবে জনপ্রিয় ব্রোকারেজ ফার্মের দাবি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যেভাবে নিজেদের ব্যবসা বাড়াচ্ছে তাতে আগামী দিনে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করবে তারা। আর সেই সূত্র ধরেই এই সংস্থার একটি স্টকের দাম 1701 টাকা থেকে 1847 টাকা পর্যন্ত পৌঁছতে পারে। এই ব্রোকারেজ ফার্ম বিশ্বাস করে, আগামী দিনে এই সংস্থার স্টকগুলি বিনিয়োগকারীদের অর্থ কষ্ট দূর করবে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment