সহেলি মিত্র, কলকাতাঃ ট্রেন বাতিল হওয়া কিংবা দেরিতে চলা, এসব যেন এখন রেল যাত্রীদের নিত্যসঙ্গী হয়ে গিয়েছে। তার ওপর এখন আবার শীতের মরসুম শুরু হয়েছে। ঘন কুয়াশায় চারিদিক ঢেকে গিয়েছে। ফলে এই সময়ে ট্রেন দেরিতে চলছে এবং আগামী কয়েকদিন চলবে বলে খবর। এসবের মাঝেই এক নতুন কাণ্ড ঘটালো পুরুলিয়া-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস (Purulia SF Express)। ট্রেন দেরিতে চলা কাকে বলে তা ভালোভাবে টের পাইয়ে দিয়েছে ট্রেনের লোকো পাইলট। যদিও এই ট্রেনেরই যাত্রীরা যা কাণ্ড ঘটালেন তাও অবাক করার মতো। চলুন বিশদে জেনে নেবেন।
ট্রেন দেরিতে ঢুকলেও চালককে ফুল-মিষ্টি দিয়ে স্বাগত জানালেন যাত্রীরা
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, শুক্রবার পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস বিকেল ৪টে ৫০ মিনিট নাগাদ হাওড়া থেকে ছাড়ার কথা ছিল। ট্রেন ছাড়ে ৭টা ১৫ মিনিটি। খড়্গপুর পৌঁছতে ৮ ঘণ্টার বেশি দেরি করে। ওই ট্রেনটি ওন্দাগ্রাম স্টেশনে পৌঁছায় ৮ ঘণ্টা ২৪ মিনিট দেরিতে। রাত ৮টা ১৭ মিনিটে যে ট্রেনটি ঢোকার কথা ছিল, সেটি ভোর ৪টে ৪১ মিনিটে ঢোকে। আবার হাওড়া থেকে পুরুলিয়াগামী হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেসও প্রায় ৩ ঘণ্টা দেরি করে। আর তাতেই বেজায় বিরক্ত হন যাত্রীরা। আর এই ঘটনারই অভিনব প্রতিবাদ জানান যাত্রীরা। জানলে অবাক হবেন, ট্রেনটি বাঁকুড়ার ওন্দাগ্রাম স্টেশনে পৌঁছনোর পর চালককে গোলাপফুল দিয়ে স্বাগত জানানো হয়। মিষ্টিমুখও করানো হয় তাঁকে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
আরও পড়ুনঃ ছেলেদের ১ লক্ষ ও মেয়েদের ১.৫ লাখ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এই স্কিম, নাম লেখালেন?
এই ট্রেনটিতে করে যাত্রীরা হাওড়া থেকে পুরুলিয়া পর্যন্ত যেতে পারেন। ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার পর মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, আদ্রা হয়ে যাতায়াত করে। যাত্রীদের বক্তব্য, বছরখানেক ধরে এই ট্রেনটি দেরিতে চলছে। যে কারণে রোজ চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। অভিযোগ, কোনওদিন রাত ১১টা, আবার কোনওদিন রাত ১২টা। কিংবা কোনদিন ২টোর পর ট্রেন স্টেশনে পৌঁছচ্ছে। রেলকে জানিয়েও লাভের লাভ কিছু হয়নি। এরপরেই আর থাকতে না পেরে ট্রেন চালককে মিষ্টিমুখ করিয়ে ফুল দিয়ে স্বাগত জানালেন যাত্রীরা।