সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন আদৌ ধোপে টিকবে! DA মামলায় জয় হবে কর্মীদের?

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতিক্ষিত ডিএ মামলা (WB DA Case) নিয়ে সুপ্রিম কোর্টে নয়া মোড়। হ্যাঁ, রাজ্য সরকার এবার দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে মডিফিকেশন পিটিশন দায়ের করেছে, যা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়েছে কর্মী মহলে। অনেকেই প্রশ্ন করছে যে, রাজ্যের এই নতুন আবেদন আদৌ ধোপে টিকবে কিনা? নাকি প্রথম শুনানেতেই খারিজ হয়ে যাবে? চলুন এর পিছনে কী যুক্তি রয়েছে, একটু খতিয়ে দেখি।

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, এই আবেদন যুক্তিসম্পন্ন যতটা না, তার থেকে বেশি সময় টানার কৌশল। কারণ রাজ্য সরকারের আবেদনের ভিত একেবারেই নড়বড়ে। আইন এবং বাস্তব দুই দিক থেকেই হামাগুড়ি দিচ্ছে রাজ্যের এই মডিফিকেশন পিটিশন।

ছয় মাস সময় চাওয়া কতটা যুক্তিযুক্ত?

সম্প্রতি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছে যে, বকেয়া DA মেটাতে আরো ছয় মাস সময় দরকার। অথচ এই নিয়ম তৈরি করার নির্দেশ রাজ্যকে প্রথমবার 2017 সালে SAT দিয়েছিল, তাও মাত্র তিন মাসের জন্য। এখন আবারও এই একই অজুহাত দিয়ে ছয় মাস সময় চাওয়া হচ্ছে, যা আদালতের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। 

সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা নিয়ে অভিযোগ

গত 16 মে, 2025 সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, রাজ্যকে আগামী ছয় সপ্তাহের মধ্যে অন্তত বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দিতে হবে। আর সেই সময় সীমা 26 জুন শেষ হলেও রাজ্য সরকারের কোনোরকম হেলদোল নেই বলেই অভিযোগ করছে কর্মীরা। এমনকি 27 জুন সময় পেরিয়ে যাওয়ার পর রাজ্য আবার নতুন করে সুপ্রিম কোর্টে মডিফিকেশন পিটিশন দায়ের করে।

আরও পড়ুনঃ অ্যাকাউন্টে ১০,০০০ টাকা না রাখলেই ৬% জরিমানা! গ্রাহকদের বিরাট ঝটকা দিল এই ব্যাঙ্ক

তবে সুপ্রিম কোর্ট মামলার দু’পক্ষকে লিখিতভাবে সমস্ত বক্তব্য পেশ করার জন্য চার সপ্তাহ সময় দিয়েছিল। যার মেয়াদ শেষ হয়েছে 12 জুন। তবে রাজ্য তখনো আর্থিক সংকটের কথা বলেনি। মুখে কুলুপ এঁটে থেকে এখন সময় চাওয়ার আবেদন করছে সুপ্রিম কোর্টে, যা যথেষ্ট বিতর্কিত এবং একেবারেই যুক্তিসঙ্গত নয়।

সবথেকে বড় ব্যাপার, রাজ্য আবেদনে জানিয়েছে যে, তারা ডিএ’র 25% অর্থ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে রাখবে, যাতে তারা মামলায় যেতে এবং সেই টাকা সরকারি কর্মচারীদের কাছ থেকে ফেরত নেওয়া যায়। তবে এটিও আইনের দৃষ্টিকোণ থেকে একেবারেই অগ্রহণযোগ্য বলে মনে করা হচ্ছে। কারণ, 16 মে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে, মামলার চূড়ান্ত রায় যাই হোক না কেন, কর্মীদের হাতেই বকেয়া ডিএ পৌঁছে দিতে হবে।

Leave a Comment