কেন হঠাৎ ২ বছর পর টিম ইন্ডিয়ায় ফেরানো হল ঈশান কিষাণকে? জানালেন অজিত আগরকর

Ishan Kishan T20 Comeback reason explained by Ajit Agarkar

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই দু বছর পর কামব্যাক করেছেন ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিষাণ (Ishan Kishan T20 Comeback)। অন্যদিকে দুর্বল ফর্ম এবং কম্বিনেশনের কথা ভেবে বাদ দেওয়া হয়েছে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুভমন গিলকে। তবে গিলের বাদ পড়ার থেকেও বর্তমানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ঈশানের দলে অন্তর্ভুক্তি। অনেকেই জানতে চাইছেন ঠিক কেন হঠাৎ দু বছর পর এই ভারতীয় তারকাকে দলে ফেরানো হলো? গতকালই সেই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর।

কেন হঠাৎ বিশ্বকাপের দলে জায়গা পেলেন ঈশান কিষাণ?

গতকাল দল ঘোষণার পরই সাংবাদিকদের মুখোমুখি হন টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক অজিত আগরকর। সেখানে ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি একেবারে খোলাখুলি জানান, “আমাদের টপ অর্ডারে একজন দক্ষ উইকেট কিপার প্রয়োজন ছিল। এ নিয়ে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। সঞ্জু তো ছিলেনই। তবে টপ অর্ডারে খেলতে পারেন এমন একজন উইকেট কিপার ব্যাটসম্যান খুঁজছিলাম।”

আগরকর আরও বলেন, “এই মুহূর্তে জিতেশ শর্মা আমাদের হাতে আছে। ও কিন্তু খুব একটা খারাপ খেলছে না। কিন্তু টপ অর্ডারের বিকল্প উইকেট কিপার হিসেবে আমরা ঈশানকেই সঠিক বলে মনে করলাম।” এদিকে বিশ্বকাপের দল থেকে বাদ গিয়েছেন দুই ফরম্যাটের অধিনায়ক গিল। তা নিয়ে কথা বলতে গিয়ে আগরকরকে বলতে শোনা যায়, “আমরা সকলেই জানি শুভমন কতটা ভাল মানের খেলোয়াড়। তবে দুর্ভাগ্য গত বিশ্বকাপের দলে ও জায়গা পায়নি। আসলে দলের কম্বিনেশনটাই আগে। তাই 15 সদস্যের দল বেছে নিতে হলে কাউকে তো বাদ দিতেই হবে। ফলে এবারেও গিলকে বাদ দিতে হলো।”এদিন একই সুর শোনা যায় অধিনায়ক সূর্যকুমার যাদবের গলাতেও।

অবশ্যই পড়ুন: ম্যারাথনের জন্য আজ বন্ধ সেকেন্ড হুগলি ব্রিজ থেকে কলকাতার বহু রাস্তা! দেখুন তালিকা

উল্লেখ্য, সাম্প্রতিককালে ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারতীয় তারকা ঈশান কিষাণ। কিছুদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচ গুলিতে ব্যাট হাতে জাত চিনিয়েছিলেন তিনি। উত্তরাখণ্ডের অধিনায়ক গোটা টুর্নামেন্টের 10 ইনিংস খেলে 517 রান করেছিলেন। সম্প্রতি ফাইনালেও ব্যাট ঘুরিয়ে 49 বলে 101 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন তিনি। অনেকেই মনে করছেন মূলত এমন দাপুটে ব্যাটিংয়ের কারণেই তাকে দলে ফেরানো হলো।

Leave a Comment