বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির কলকাতা সফর (Messi Kolkata Visit) একটা সময় তিলোত্তমার বুকে উৎসবের মেজাজ তৈরি করলেও আজ তা একপ্রকার বিপর্যয়ের রূপ নিয়েছে। শহরে ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী কাণ্ডে বিশ্বের দরবারে মুখ পুড়েছে বাংলার। সেই অশান্তির রেশ আজও বুকে পিঠে বহন করে চলেছে রাজ্য। চাপা থাকেনি রাজনৈতিক উত্তেজনাও। সোশাল মিডিয়া জুড়ে ট্রোলিং থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্বদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য কিছুই বাদ থাকেনি যুবভারতী কান্ডে। এসবের মাঝেই এবার নীরবতা ভাঙলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস। জবাব দিলেন সমালোচকদেরও।
যুবভারতী কাণ্ডে অবশেষে মুখ খুললেন সুজিত
ফুটবলের ভগবান মেসিকে না দেখতে পেয়ে একেবারে ক্ষোভে পেটে পড়েছিলেন যুবভারতীর দর্শকরা। চেয়ার থেকে শুরু করে স্টেডিয়ামের গেট সবই একেবারে ভেঙে চুরমার করে দেন তাঁরা। ভাঙা হয় আশেপাশের খাবারের স্টলও। যেই ঘটনায় আগেই অস্বস্তি প্রকাশ করে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতোই চলছে তদন্ত। ইতিমধ্যেই অনুরোধ মেনে ক্রীড়া মন্ত্রীর পদ থেকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকেও। কিন্তু তাতেও সন্তুষ্ট নন ভুক্তভোগী দর্শকরা।
তাঁদের একটা বড় অংশের দাবি সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা ভিডিওতে দেখা গিয়েছে দমকল মন্ত্রী সুজিত বোস হাজার হাজার টাকার টিকিট লোককে বিলিয়ে দিচ্ছেন… যাকে পেরেছেন তাকেই স্টেডিয়ামে ঢুকতে সাহায্য করেছেন তিনি। তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা কোথায়? কেন দমকল মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন রাজ্যের একটা বড় অংশের মানুষ! এবার সেসব নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজিত বললেন, “তদন্ত কমিটি তাদের কাজ করছে। এখনই এসব নিয়ে কিছু বলতে চাই না। তদন্তের রিপোর্টে কী উঠে আসে সেটা দেখা দরকার। কোথায় ভুল হয়েছে? কোনটা ঠিক? তদন্তের রিপোর্ট বলবে। আমি শুধু বলতে পারি এই বাংলায় বহু বড় বড় ইভেন্ট হয়েছে। আমাদের সরকারের আমলেও অনেক অনুষ্ঠান দেখেছে বাংলা।”
অবশ্যই পড়ুন: কেন হঠাৎ ২ বছর পর টিম ইন্ডিয়ায় ফেরানো হল ঈশান কিষাণকে? জানালেন অজিত আগরকর
এদিন যুবভারতী কাণ্ড নিয়ে বাড়তি কথা বলতে না চাইলেও সুজিত বলেছিলেন, “যে 70 ফুটের মূর্তি বসানো হয়েছে সেটা মেসির ভালো লেগেছে। যারা নিন্দা করছেন তারা এই কাজ করবেনই। মেসি নিজে প্রশংসা করে মূর্তির ছবি ১-২ নম্বরে রেখেছেন।” মেসির সফর ঘিরে শহরে প্রবল বিশৃঙ্খলার পর বিরোধী শিবিরের অনেকেরই অভিযোগ আর্জেন্টাইন ফুটবলারের কলকাতা সফরের নামে দুর্নীতি হয়েছে। আর তাতে শাসকদলের আগা পাঁচতলা জড়িয়ে। যদিও এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সুজিত বোস। মন্ত্রীর কথায়, “মুখ্যমন্ত্রী তদন্ত কমিটি গড়ে দিয়েছেন। তারা কী রিপোর্ট দেয় সেদিকেই নজর রাখা হোক।”