সহেলি মিত্র, কলকাতা: নতুন বছর শুরু হওয়ার আগেই রেল যাত্রীদের বড়সড়ল ঝটকা দিল ভারতীয় রেল। এবার থেকে ট্রেনে ভ্রমণ করা আরও মহার্ঘ্য হতে চলেছে। এর কারণ ভারতীয় রেলের তরফে টিকিটের ভাড়া (Indian Railways Fare) এক ধাক্কায় বেশ খানিকটা বাড়ানো হয়েছে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি । আগামী ২৬ ডিসেম্বর, ২০২৫ থেকেই লাগু হবে নতুন ভাড়া। এখন নিশ্চয়ই ভাবছেন যে রেল কত টাকা ভাড়া বাড়িয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির উপর।
ট্রেনের ভাড়া বাড়ানোর ঘোষণা করল রেল
ভারতীয় রেলওয়ে মেইল এবং এক্সপ্রেস টিকিটের দাম বৃদ্ধির ঘোষণা করেছে। বিশেষ করে ট্রেনে দীর্ঘ দূরত্ব ভ্রমণকারী যাত্রীদের এখন তাদের ভ্রমণ খরচের জন্য আরও বেশি টাকা খরচ করতে হবে। রেলওয়ে ২৬ ডিসেম্বর, ২০২৫ থেকে কার্যকর একটি নতুন ভাড়া কাঠামো ঘোষণা করেছে। জেনারেল কামরায় ২১৫ কিলোমিটারের কম দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে কোনও পরিবর্তন আসবে না, অর্থাৎ কোনও ভাড়া বৃদ্ধি পাবে না। তবে, ২১৫ কিলোমিটারের বেশি দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে, সাধারণ শ্রেণিতে প্রতি কিলোমিটারে ১ পয়সা এবং মেইল/এক্সপ্রেস নন-এসি এবং এসি শ্রেণিতে প্রতি কিলোমিটারে ২ পয়সা ভাড়া বৃদ্ধি পাবে।
কী জানাচ্ছে রেল?
ভারতীয় রেলওয়ে ট্রেনের ভাড়া বৃদ্ধির মাধ্যমে ভালো পরিমাণ আয় করবে বলে আশাবাদী। রেলওয়ে জানিয়েছে যে এই পরিবর্তনের মাধ্যমে ৬০০ কোটি টাকারও বেশি আয় হবে বলে আশা করা হচ্ছে। ট্রেনের টিকিটের দামের এই পরিবর্তন অনুসারে, এখন যদি কোনও যাত্রী নন-এসি ট্রেনে ৫০০ কিলোমিটার ভ্রমণ করেন, তাহলে তাকে বর্তমান টিকিটের মূল্যের চেয়ে ১০ টাকা বেশি দিতে হবে।
The Railway has announced a new fare structure effective from December 26, 2025, with no fare increase for journeys under 215 km in Ordinary Class. For journeys beyond 215 km, there will be a fare hike of 1 paise per km in Ordinary Class, and 2 paise per km for Mail/Express… pic.twitter.com/lD4fUQ8eeK
— ANI (@ANI) December 21, 2025
দিল্লি থেকে পাটনার দূরত্ব প্রায় ১০০০ কিলোমিটার এবং এখন পর্যন্ত ডিবিআরটি রাজধানী ট্রেনে থার্ড এসিতে ভ্রমণের জন্য যাত্রী ভাড়া ২৩৯৫ টাকা, যা ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হওয়া বৃদ্ধির পর প্রতি কিলোমিটারে ২ পয়সা বৃদ্ধি পাবে। এর অর্থ হল এই নতুন বৃদ্ধির পর, যাত্রীর ট্রেনের টিকিট সরাসরি ২০ টাকা বৃদ্ধি পাবে এবং দিল্লি-পাটনা ট্রেনের টিকিটের দাম ২২১৫ টাকা হবে।
দিল্লি থেকে মুম্বাই ভ্রমণের কত খরচ হবে?
রেলওয়ে কর্তৃক নির্ধারিত টিকিটের মূল্য বৃদ্ধির ভিত্তিতে দিল্লি থেকে মুম্বাই ট্রেন ভ্রমণের ভাড়া বৃদ্ধির হিসাব করা হয় তাহলে রেল লাইনে দিল্লি থেকে মুম্বাই দূরত্ব প্রায় ১৩৮৬ কিলোমিটার এবং এখন পর্যন্ত সিএসএমটি রাজধানী এক্সপ্রেসে 3AC -র ভাড়া ৩১৮০ টাকা, প্রতি কিলোমিটারে ২ পয়সা বৃদ্ধির পর, ভাড়া প্রায় ২৭ টাকা বৃদ্ধি পাবে এবং ট্রেনের টিকিট ৩২০৭ টাকা বৃদ্ধি পাবে।
আরও পড়ুনঃ কেন হঠাৎ ২ বছর পর টিম ইন্ডিয়ায় ফেরানো হল ঈশান কিষাণকে? জানালেন অজিত আগরকর
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১ জুলাই ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। ১ জুলাই থেকে ভারতীয় রেলের ট্রেন ভাড়া বৃদ্ধিও একই পরিমাণে ছিল। বিভিন্ন শ্রেণীর ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। মেইল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে ১ পয়সা বৃদ্ধি করা হয়েছিল, যেখানে এসি ট্রেনে ভ্রমণের জন্য প্রতি কিলোমিটারে ২ পয়সা বৃদ্ধি করা হয়েছিল।