ভারত-রাশিয়ার বাণিজ্যের সময় কমে হবে অর্ধেক, চেন্নাই বন্দর নিয়ে বড় ঘোষণা মস্কোর

India Russia Trade

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার ভারত এবং রাশিয়ার সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হতে চলেছে (India Russia Trade)। হ্যাঁ, দুই দেশের বন্ধুত্বে নতুন মাত্রা যুক্ত করতে চলেছে বহু প্রতীক্ষিত চেন্নাই-ভ্লাদিভস্তক মেরিটাইম করিডর। এই করিডর চালু হওয়ার প্রস্তুতি এখন জোরকদমে চলছে। এমনটাই জানিয়েছেন চেন্নাইয়ে নিযুক্ত রাশিয়ার কনসাল জেনারেল ভ্যালেরি খোদঝায়েভ। তিনি স্পষ্ট বলেছেন, এই সমুদ্রপথ রাশিয়ার কাছে শুধুমাত্র পরিবহনের বিকল্প নয়, বরং এটি কৌশলগতভাবেও বিরাট গুরুত্বপূর্ণ, যা ভারত এবং রাশিয়ার বাণিজ্য সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে।

কী বললেন রাশিয়ার কনসাল জেনারেল?

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ভ্যালেরি খোদঝায়েভ জানিয়েছেন, চেন্নাই-ভ্লাদিভস্তক মেরিটাইম করিডরকে দ্রুত কার্যকর করার জন্য রাশিয়া জোরকদমে কাজ করছে। এই রুট ভারতের পূর্ব উপকূলকে রাশিয়ার দূরপ্রাচ্যের সঙ্গে সরাসরি সংযুক্ত করবে। এই কবিডর ভবিষ্যতের জন্যও ইতিবাচক ভূমিকা রাখবে। এমনকি শুধুমাত্র ভারত ও রাশিয়ার মধ্যে নয়, বরং গোটা বিশ্বের সংযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে রাশিয়া কনসাল জেনারেলের মতে, দক্ষিণ ভারত বিশেষ করে রেলওয়ে আধুনিকীকরণ, জ্বালানি ক্ষেত্র এবং প্রযুক্তি ও শিল্প উৎপাদনে দিনের পর দিন জোর দিচ্ছে। সেই কারণে রাশিয়া ভবিষ্যতে দক্ষিণ ভারতে বিনিয়োগ বাড়াতে চলেছে। বর্তমানে একাধিক ভারতীয় সংস্থা রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল ফার্মাসিউটিক্যালস, শিপবিল্ডিং, বিমান নির্মাণ শিল্প ইত্যাদি।

চেন্নাই-ভ্লাদিভস্তক মেরিটাইম করিডরের গুরুত্ব ঠিক কতটা?

জানিয়ে রাখি, চেন্নাই-ভ্লাদিভস্তক মেরিটাইম করিডর হল ভারত এবং রাশিয়ার মধ্যে নতুন সমুদ্রপথ যা ভারতের চেন্নাই বন্দরকে রাশিয়ার ভ্লাদিভস্তক বন্দরের সঙ্গে সরাসরি সংযুক্ত করবে। এমনকি এই করিডর চালু হলে দুই দেশের মধ্যে পণ্য পরিবহনের সময় অনেকটাই কমবে। কারণ, বর্তমানে যেখানে রাশিয়া থেকে ভারতে জাহাজ পৌঁছতে প্রায় ৪০ দিন সময় লাগে, সেখানে কমে দাঁড়াবে মাত্র ২১ থেকে ২৪ দিন। ফলত, পরিবহন খরচ উল্লেখযোগ্য হারে কমবে। আর বিশেষজ্ঞদের মতে, এতে দ্রুত পণ্য পরিবহন হবে। এমনকি ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আসবে ও চেন্নাই বন্দর আন্তর্জাতিক বাণিজ্যের বড়সড় হাব হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: ‘সেকুলার গান গা, নাহলে পেটাব!’ পূর্ব মেদিনীপুরে হেনস্থার শিকার লগ্নজিতা চক্রবর্তী

বলে রাখি, চেন্নাই-ভ্লাদিভস্তক মেরিটাইম করিডরটি যাবে মালাক্কা প্রণালী, দক্ষিণ চিন সাগর এবং জাপান সাগর হয়ে। আর এই রুটের মোট দৈর্ঘ্য ১০,৩০০ কিলোমিটার। বর্তমানে ভারত এবং রাশিয়ার মধ্যে বাণিজ্যের একটি বৃহৎ অংশ যায় মুম্বাই-সেন্ট পিটার্সবার্গ করিডরের মধ্য দিয়ে, যার দৈর্ঘ্য মোটামুটি ১৬,০৬৬ কিলোমিটার। তবে নতুন রুট তৈরি হলে দূরত্ব কমবে ৫৬০০ কিলোমিটার। ফলত, দুই দেশের বাণিজ্যের উন্নতির পাশাপাশি অর্থনৈতিক অগ্রগতিও হবে।

Leave a Comment