সৌভিক মুখার্জী, কলকাতা: মহারাষ্ট্রের রাজনীতিতে বদলের ইঙ্গিত। রাজ্যের পুরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল (Maharashtra Local Body Election) প্রকাশ্যে আসতেই স্পষ্ট হয়ে গেল, ক্ষমতাসীন মহাযুতি জোটের দাপট এখনও অপ্রতিরোধ্য। অন্যদিকে বিরোধী মহা বিকাশ আঘাড়ি জোটের ফলাফলে লেগেছে বিরাট ধাক্কা। বিশেষ করে উদ্ধব ঠাকরের শিবসেনা (UBT) এবং কংগ্রেস এই নির্বাচনে সবথেকে বেশি তোপের মুখে পড়েছে। একদিকে একনাথ শিন্ডের শিবসেনার কাছে উদ্ধব ঠাকরের পরাজয়, অন্যদিকে শরদ পওয়ারের বিরুদ্ধে এগিয়ে গেলেন অজিত পওয়ার। কী বলছে সামগ্রিক ফলাফল?
কোন কোন আসনে ভোট হয়েছিল?
মহারাষ্ট্র রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ২৩টি মিউনিসিপাল কাউন্সিল, নগর পঞ্চায়েত, চেয়ারপার্সন ও সদস্যপদ এবং ১৪৩টি শূন্য সদস্য পদে ভোট গ্রহণ হয়েছিল। আর এই ভোট দু’টি ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে ২ ডিসেম্বর এবং দ্বিতীয় ধাপে ২০ ডিসেম্বর ভোটগ্রহণ চলে। রাজ্যের গুরুত্বপূর্ণ পুরসভাগুলির মধ্যে ছিল পুনের বারামতি এবং থানের আম্বরনাথ। এই দফায় মোট ২৪৬টি মিউনিসিপাল কাউন্সিল এবং ৪২টি নগর পঞ্চায়েত নির্বাচিত হয়েছিল।
ফলাফলে কারা এগিয়ে?
দুপুর ১:৩০টা পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, মিউনিসিপাল কাউন্সিলের ক্ষেত্রে মহাযুতি জোট আসন পেয়েছে ১৭২টি এবং মহা বিকাশ আঘাড়ি জোট আসন পেয়েছে ৪৫টি। অন্যান্যরা ২৭টি আসন পেয়েছে। মহাযুতির মধ্যে বিজেপি পেয়েছে ৯৪টি, শিবসেনা (শিন্ডে) পেয়েছে ৪৫টি এবং অজিত পওয়ারের এনসিপি পেয়েছে ৩৩টি। পাশাপাশি মহা বিকাশ আঘাড়ি জোটে কংগ্রেস পেয়েছে ২৮টি, শরদ পওয়ারের এনসিপি পেয়েছে ৯টি এবং শিবসেনা (UBT) পেয়েছে ৮টি আসন।
ওদিকে নগর পঞ্চায়েতের ফলাফল নিয়ে যদি কথা বলি, তাহলে মহাযুতি পেয়েছে ৩১টি আসন। যার মধ্যে বিজেপি ২০টি, শিবসেনা ৮টি এবং এনসিপি ৩টি আসন পেয়েছে। পাশাপাশি মহা বিকাশ আঘাড়ি জোট পেয়েছে ৯টি আসন, যার মধ্যে কংগ্রেস ৫টি, শিবসেনা (UBT) ৪টি এবং এনসিপি শূন্য। অন্যান্য জোটে আসন গিয়েছে ২টি।
আরও পড়ুন: ভারত-রাশিয়ার বাণিজ্যের সময় কমে হবে অর্ধেক, চেন্নাই বন্দর নিয়ে বড় ঘোষণা মস্কোর
সামগ্রিকভাবে এবার মোট ১ কোটি ৭ লক্ষের বেশি মানুষ ভোট দিয়েছিল। যার মধ্যে পুরুষ ভোটার ছিল ৫৩.৭৯ লক্ষ, মহিলা ভোটার ৫৩.২২ লক্ষ আর তৃতীয় লিঙ্গ ছিল ৭৭৫ জন। মোট ১৩,৩৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আর মহারাষ্ট্রের ছয়টি প্রশাসনিক বিভাগে এই নির্বাচন হয়েছে। যথাঃ নাসিক, পুনে, ছত্রপতি সম্ভাজিনগর, কঙ্কণ, অমরাবতী এবং নাগপুর।