IPL-র ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হারা ৫ ভারতীয় অধিনায়ক, তালিকার শীর্ষে পছন্দের নাম

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইতিমধ্যেই মিটেছে নিলাম পর্ব। আসন্ন মার্চের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) কথা মাথায় রেখে কোটি কোটি টাকা খরচ করে শক্তিশালী দল গড়ে তুলেছে কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে মুম্বই ইন্ডিয়ান্স। সব দলেরই লক্ষ্য নতুন সিজনে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হওয়া। আর এই লড়াইয়ে দলের জন্য রণকৌশল ঠিক করা থেকে শুরু করে প্রথম একাদশ নির্বাচন, খেলার ধরন ঠিক করা সহ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাবতীয় যা করার দরকার সেটাই করতে হয় একজন অধিনায়ককে। এখন যদি প্রশ্ন করা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছেন কোন ভারতীয়? উত্তরটা হয়তো অনেকেই সঠিক বলতে পারবেন না। আজকের প্রতিবেদন রইল IPL ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হেরে যাওয়া ভারতীয় অধিনায়কদের তালিকা।

IPL এর ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ হেরে যাওয়া 5 ভারতীয় অধিনায়ক

প্রথমে কে?

বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ IPL এর ইতিহাসে ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ হেরে যাওয়া প্লেয়ারদের তালিকায় সবার প্রথমে নাম রয়েছে কোটি কোটি ভক্তের পছন্দের ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির। 2008 সাল থেকে চেন্নাই দলের অংশ হয়ে থাকা এই ভারতীয় ক্রিকেটার আজ পর্যন্ত অধিনায়ক হিসেবে 97টি ম্যাচ হেরেছেন। একদিক থেকে দেখতে গেলে ধোনি এবং চেন্নাই সুপার কিংসের জন্য এই পরিসংখ্যান আদতেই লজ্জার।

দ্বিতীয় কে?

ভারতীয় অধিনায়ক হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ম্যাচে পরাস্ত হওয়া প্লেয়ারদের তালিকায় দ্বিতীয় স্থানে নাম রয়েছে বিরাট কোহলির। ভারতীয় ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার কোহলিও 2008 সাল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্ম লগ্ন থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের অংশ হয়ে রয়েছেন। আর এই দলের অধিনায়ক হিসেবেই আজ পর্যন্ত 70টি ম্যাচ হেরেছেন বিরাট। তাতে লজ্জার রেকর্ডে নাম জুড়েছে চিকুর।

তৃতীয় প্লেয়ার

2008 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হলে ভারতীয় মহাতারকা রোহিত শর্মাকে 3 কোটি টাকায় কিনে নিয়েছিল ডেকান চার্জার্স নামক একটি দল। যদিও 2012 সালে IPL থেকেই বিদায় নেয় এই টিম। পরবর্তীতে মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দেন শর্মা। এখানেই দীর্ঘ সময় অধিনায়কত্ব করেন তিনি। বলে রাখি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে ম্যাচ হেরে যাওয়া প্লেয়ারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রোহিত। তাঁর নেতৃত্বে 67 IPL ম্যাচ হেরেছে MI।

আরও পড়ুনঃ ট্রেনের ভাড়া বাড়ানোর ঘোষণা রেলের, জানুন নতুন রেট

চতুর্থ প্লেয়ার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হেরে যাওয়া ভারতীয় অধিনায়কদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর। বলে রাখি, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গম্ভীর নিজের IPL কেরিয়ারে মূলত দুটি দল দিল্লি এবং কলকাতা নাইট রাইডার্সের হয়েই খেলেছেন। এই দলগুলির অধিনায়কও ছিলেন তিনি। সেই সূত্রেই নেতা হিসেবে 57টি IPL ম্যাচ হেরেছেন গৌতম।

অবশ্যই পড়ুন: ভারতীয় বোলারদের পিটিয়ে একাই করলেন ১৭২ রান, পাক ক্রিকেটার সমীর মিনহাসকে চেনেন?

পঞ্চম প্লেয়ার

ভারত তথা বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ IPL এর ইতিহাসে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ হেরে যাওয়া ভারতীয় প্লেয়ারদের তালিকায় পঞ্চম স্থানে জায়গা হয়েছে বর্তমানে পাঞ্জাব কিংস দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের। ভারতীয় দলের এই গুরুত্বপূর্ণ ক্রিকেটার আজ পর্যন্ত অধিনায়ক হিসেবে 35টি ম্যাচ হেরেছেন। না বললেই নয়, শেষবারের মতো গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দীর্ঘ 11 বছর পর আইয়ারের নেতৃত্বেই ফাইনালে উঠেছিল PBKS।

Leave a Comment