জয়নগরে মূর্তি ভেঙে সিভিককে দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা, তোপ দাগলেন শুভেন্দু

Jaynagar

সৌভিক মুখার্জী, জয়নগর: ফের মূর্তি ভাঙচুরের অভিযোগ। এবারের ঘটনা জয়নগরে (Jaynagar)। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী এই ঘটনা তুলে ধরেছেন। এমনকি সব থেকে বড় ব্যাপার, রাজ্য পুলিশের এক সিভিক ভলেন্টিয়ার চুপিচুপি একটি নতুন মূর্তি এনে সেখানে স্থাপনের চেষ্টা করেছে, যা নিয়ে সরব হয়েছে স্থানীয়রা, এবং গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জয়নগরে মূর্তি ভাঙচুরের অভিযোগ

এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, জয়নগর বিধানসভা এলাকায় হিন্দু দেবদেবীর মূর্তি আবারও ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। আর এলাকার মানুষজন পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকলে পুলিশ অবরোধকারীদের মারধর করেছে বলে অভিযোগ। এমনকি সবথেকে বড় ব্যাপার, পুলিশ প্রশাসন দুষ্কৃতীদেরকে ধরার চেষ্টা না করে এক সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে নতুন মূর্তি তৈরি করে এনে ওখানে স্থাপন করেছে। যাতে কেউ কিছু না বুঝতে পারে।

এরকম ভাবে আর কতদিন চলবে? হিন্দু ধর্মের উপর দিনের পর দিন এভাবে আক্রমণ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন আর তোষণ নীতির ফল আর কতদিন হিন্দুরা ভোগ করবে? এখনও পর্যন্ত এই ধরনের ঘটনায় পুলিশ প্রশাসন কোনওদিন কোনও পদক্ষেপ নেয়নি। অবিলম্বেই তোষণকারী সরকারকে বিদায় না দিতে পারলে হিন্দুদের জন্য আগামী দিন আরও ভয়ংকর হতে চলেছে। হিন্দুদের আস্থার উপর এরকম আঘাতের ঘটনা দিনের পর দিন বাড়তে থাকবে।

আরও পড়ুন: রক্তাক্ত দক্ষিণ আফ্রিকা! জোহানেসবার্গে বন্দুকবাজের হামলা, নিহত কমপক্ষে ১০

এদিকে বিক্ষুব্ধ জনতা ওই সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞাসা করে যে, কেন সে নতুন করে মূর্তি এনে আবার ওখানে বসালো। কিন্তু সে কোনওরকম উত্তর দেয়নি। এ নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এমনকি স্থানীয়রা বিক্ষোভ দেখাতেও শুরু করেছে। পাশাপাশি তাঁরা দোষীদের সনাক্ত করে অবিলম্বে শাস্তি দেওয়ার দাবি তুলছে।

Leave a Comment