ফের নিম্নচাপ! প্রবল বর্ষণে আগামীকাল থেকেই বদলে যাবে আবহাওয়া, সতর্কতা দক্ষিণবঙ্গে

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (West Bengal Weather Update) হয়েই চলেছে রাজ্য জুড়ে। কখনো হালকা তো কখনো আবার ভারী বৃষ্টি দেখা যাচ্ছে জেলায় জেলায়। কিন্তু বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই নেই। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত ঢুকতে থাকার জলীয়বাষ্পের জন্য অস্বস্তিকর আবহাওয়া যেন বেড়েই চলেছে। আর এই আবহকেই ফের সপ্তাহের শুরুতে বৃষ্টির বড় আপডেট দিল হাওয়া অফিস।

নিম্নচাপের ভ্রূকুটি

ফের সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। জানা গিয়েছে আজ বঙ্গোপসাগরের উত্তরে এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে নতুন করে ঘূর্ণাবর্ত পরিস্থিতি তৈরি হতে চলেছে। যার জেরে আগামীকাল নতুন করে, বাংলায় পুনরায় বৃষ্টি দুর্যোগ আসতে চলেছে। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে, দুদিনে উড়িষ্যা ঝাড়খন্ডের দিকে এগোবে এই ঘূর্ণাবর্ত। যার প্রভাবে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হবে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। জারি হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে এই নিম্নচাপের প্রভাবে উপকূলীয় সাগরে প্রতি ঘণ্টায় ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করা হয়েছে

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন আদৌ ধোপে টিকবে! DA মামলায় জয় হবে কর্মীদের?

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ সোমবার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাগুলিতে সপ্তাহজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এমনকি ভারী বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলে ধসের সতর্কতা জারি করা হয়েছে। তাই সেখানকার বাসিন্দাদের আগাম সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Comment