‘এই মুখ্যমন্ত্রীকে আমরা পাত্তাই দিই না!’ মমতার মহার্ঘ ভাতা মন্তব্যের পাল্টা সরকারি কর্মীদের নেতা

Dearness allowance

সহেলি মিত্র, কলকাতাঃ মহার্ঘ ভাতা (Dearness allowance) নিয়ে কবে অপেক্ষা শেষ হবে? এখন এই প্রশ্ন তুলে বারবার সরব হচ্ছেন বাংলার সরকারি কর্মীরা। এদিকে DA বাধ্যতামূলক নয় বলে সম্প্রতি সাফ জানিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্য মোটেই ভালোভাবে নেননি সরকারি কর্মীরা। যে কারণে এবার সরকারি কর্মীদের সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে জায়গা করে নিলেন। তিনি জানালেন, এই মুখ্যমন্ত্রীকে তাঁরা পাত্তাই দেন না। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ মলয় মুখোপাধ্যায়ের

এক ভিডিও বার্তায় মলয় মুখোপাধ্যায় জানান, ‘এই মুখ্যমন্ত্রীকে আমরা পাত্তাই দিই না। উনি থাকতে হয় থাকেন। এর কোনও দক্ষতাই নেই। শিল্প সম্মেলনে গিয়ে আজেবাজে মন্তব্য করছেন তিনি। রাজ্যে একটা অর্থমন্ত্রী আছে। তাঁরই দায়িত্ব ডিএ-র বিষয়ে ঘোষণা করা। তিনি এক সময়ে বলেছিলেন টাকা সংস্থান করতে পেরেছেন বলে ১৫ শতাংশ ডিএ দিচ্ছেন। বাধ্য হয়েছে ডিএ বাড়াতে। তার সঙ্গে মুখ্যমন্ত্রী রেগে গিয়ে বলেছেন ঘেউ ঘেউ করবেন না। ইনি আইন আদালতকে কিছুই মানেন না। যখন ডিএ রায় তাঁদের পক্ষে যায় তখন তিনি বলেন, ‘আমি আদালতের রায়কে সম্মান জানাই।’ আর যখন রায় আমাদের পক্ষে আসে তখন আদালত তাঁর কাছে খারাপ হয়ে যায়।’

আরও পড়ুনঃ ‘ভেবেছিলাম কম দামে …’ ভেঙ্কটেশকে RCB কিনে নেওয়ায় মুখ খুলল KKR

মলয়বাবু আরও জানান, ‘শীর্ষ আদালত বলেছে ডিএ সকলের আইনি, মৌলিক, সাংবিধানিক অধিকার। এই রায়কে কোন সাহসে মুখ্যমন্ত্রী উপেক্ষা করেন। কীভাবে তিনি বলতে পারেন যে ডিএ বাধ্যতামূলক নয়। এভাবে তাহলে তিনি আদালত অবমাননা করেছেন। তিনিও জানেন যে ডিএ-র রায় সরকারি কর্মচারীদের পক্ষেই যাবে। এর কারণও আমরা জানি। সামনে ভোট আসছে। আগামী দিনে কে রাজ্য শাসন করবে আমরা জানি না। এই সরকার যাতে না থাকে, বিদায় নেয়, সেটা কিন্তু আমরা চাইছি। এখানে কোনো কিন্তু নেই। বছরের পর বছর ধরে আমাদের হকের টাকা মেরে দিচ্ছে সরকার আর সেই টাকা মেলা, খেলায় লুটোচ্ছে। সরকারি চাকরির পরীক্ষা দিয়ে যে সকল মানুষ চাকরি পাচ্ছেন তাঁদের গ্র্যাচুয়েটি, প্রভিডেন্ড ফান্ডের টাকা বন্ধ করে দিচ্ছে। তিনি ভাবছেন সরকারি কর্মীদের যে ৫০টা ভোট পেতে আমাদের এতগুলো টাকা ডিএ দিতে হয়, আমি তাহলে সেই টাকা ১০০টা ভোট কেনার দানধ্যান করলে আমার বেশি লাভ হবে।’

আরও পড়ুনঃ টাইম নিয়ে চিন্তা শেষ! বদলে গেল ট্রেনের টিকিট কাটার সময়, বিরাট সিদ্ধান্ত রেলের

ডিএ বাধ্যতামূলক নয়ঃ মমতা বন্দ্যোপাধ্যায়

ধনধান্য অডিটোরিয়ামে বিজনেস কনক্লেভের মঞ্চ থেকে ডিএ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “ডিএ দেওয়া ম্যান্ডেটারি (বাধ্যতামূলক) না-হলেও আমরা প্রতি বছর ১৮শতাংশ হারে ডিএ দিই।” মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮ শতাংশ ডিএ পাচ্ছেন। সেই তুলনায় রাজ্য কর্মীরা ১৮ শতাংশে আটকে থাকায়, প্রতি ১০০ টাকায় রাজ্য কর্মীরা প্রায় ৪০ টাকা কম বেতন পাচ্ছেন বলে দাবি মলয় মুখোপাধ্যায়ের।

Leave a Comment