বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রমশ এগিয়ে আসছে 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে কথা চিন্তা করেই এবার গত সিজনের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাথে একই উইন্ডোতে পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League) আয়োজন করতে চাইছে PCB। তা নিয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত জানিয়েছেন মহসিন নকভিরা। ঘোষণা করা হয়েছে PSL এর দিনক্ষণও। পাকিস্তান সুপার লিগের জনপ্রিয়তা বাড়াতে বেড়েছে দলের সংখ্যা। সমস্যা হয়েছে সেখানেই। নতুন দুই দল কিনতে আগ্রহ দেখাচ্ছেনা কোনও পক্ষই। তাতে একপ্রকার ধাক্কা খেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের স্বপ্ন! বারবার পেছাতে হচ্ছে দরপত্র জমা দেওয়ার শেষ তারিখও।
নতুন দল কিনতে চাইছেন না কেউই
গত সিজন পর্যন্ত পাকিস্তান সুপার লিগে অংশ নিত মূলত 6টি দল। তবে এবছর পাক ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে PSL এ যুক্ত হয়েছে দুটি নতুন দল। সেই মতোই, ওই দলগুলির মালিকানা গ্রহণের জন্য দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ বেঁধে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে বাস্তব অভিজ্ঞতা, PSL এর নতুন দুই দল কিনতে আগ্রহ দেখাচ্ছে না কোনও সংস্থাই। যার কারণে দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ 15 ডিসেম্বর থেকে পিছিয়ে 22 ডিসেম্বর করা হয়। কিন্তু তাতেও সমাধান সূত্র মেলেনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে দরপত্র জমা দেওয়ার ডেডলাইন পেছানো সত্ত্বেও কোনও সংস্থাই নতুন দুই দল কিনতে এগিয়ে আসেনি। যার কারণে বাধ্য হয়ে টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ আরও পিছিয়ে দিল পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষ। আপাতত যা খবর, দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে প্রাথমিকভাবে 24 ডিসেম্বর করা হয়েছে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি।
আরও পড়ুনঃ ভোলবদল হবে সিউড়ির, কোটি কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার
তবে অনেকেই ধরে নিয়েছেন, পাকিস্তান সুপার লিগের জনপ্রিয়তা যেভাবে বিগত দিনগুলিতে কমেছে তাতে নতুন দুই দল কিনে সমস্যায় পড়তে চাইছে না সংস্থাগুলি! কাজেই দলের সংখ্যা বাড়িয়ে PSL আয়োজন করতে একেবারে লেজেগোবরে অবস্থা হয়েছে PCB র। এদিকে PSL এর জনপ্রিয় দল মুলতান সুলতানের মালিকানা নিয়েও প্রশ্ন উঠছে। কেননা ইতিমধ্যেই এই দলের যিনি মালিক ছিলেন বোর্ডের সাথে মতবিরোধের কারণে তিনি পদত্যাগ করেছেন।
অবশ্যই পড়ুন: ইসলামের আদর্শ আমেরিকার স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকিঃ তুলসী গাবার্ড
সবমিলিয়ে, মুলতান সুলতানের ভবিষ্যৎ নিয়ে জোরালো টানাপোড়েন এবং নতুন দুই দলের মালিক খোঁজা নিয়ে একেবারে হাবুডুবু খাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্লেষকদের মতে, বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ অর্থাৎ ভারতের IPL এর সাথে টেক্কা দিতে গিয়ে PSL আয়োজন করতে নাজেহাল অবস্থা পাক বোর্ডের। এই দোলাচলের মধ্যে থেকে 2026 এ শেষ পর্যন্ত পাকিস্তান সুপার লিগ আদৌ আয়োজন করা যাবে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন।