১ লাখে মিলেছে ৫.৯ লাখ, ২০২৫ সালে এই ৫ স্টক বিনিয়োগকারীদের রাজা বানিয়েছে!

5 Best Multibagger Stock Of 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিজের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে শেয়ার বাজার থেকে টাকা তোলার কাজটা মোটেই সহজ নয়। অভিজ্ঞ বিনিয়োগকারীরা বলেন, “এই অনিশ্চয়তার বাজারে টাকা রেখে ঘুম আসে না।” তাঁদের বেশিরভাগেরই উপলব্ধি, শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে ভেবেই নিতে হবে টাকা ডুবতে পারে। তবে এই তীব্র অনিশ্চয়তার মধ্য দিয়েও বিগত দিনগুলিতে বেশ কিছু স্টক (Multibagger Stock) বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দিয়েছে। আজকের প্রতিবেদনে রইল তেমনই 5 স্টক যেগুলি বিনিয়োগকারীদের একেবারে রাজা বানিয়েছে।

এই 5 স্টক বিনিয়োগকারীদের লাভের মুখ দেখিয়েছে

প্রথম স্টক

Cupid Ltd নামক ছোট ক্যাপ স্টকটি বিগত দিনগুলিতে বিনিয়োগকারীদের একেবারে 490 শতাংশ রিটার্ন প্রদান করেছে। জানলে অবাক হতে হয়, মাত্র 1 লাখ টাকা রেখে এক বছরের মধ্যে রিটার্ন হিসেবে হিসেবে 5 লাখ 90 হাজার টাকা পেয়েছেন বিনিয়োগকারীরা। শুধু তাই নয়, মাত্র 6 মাসের মধ্যে এই স্টক বিনিয়োগকারীদের 380 শতাংশ রিটার্ন দিয়েছে। শেষবারের মতো, 19 ডিসেম্বর এই স্টকের দাম ছিল 448 টাকা 80 পয়সা। বলে রাখি Cupid মূলত একটি কনডম প্রস্তুতকারক সংস্থা।

দ্বিতীয় স্টক

গাড়ি প্রস্তুতকারক সংস্থা Force Motors এর স্টকগুলি এবছর অর্থাৎ 2025 সালে বিনিয়োগকারীদের 175 শতাংশ রিটার্ন প্রদান করেছে। তবে যদি 6 মাসের হিসেব করা হয় তাহলে বিগত 180 দিনে এই স্টক ইনভেস্টরদের 25 শতাংশ রিটার্ন প্রদান করেছে। পুনে ভিত্তিক এই সংস্থার একটি স্টকের দাম আজকের দিনে দাঁড়িয়ে 17,970 টাকা।

তৃতীয় স্টক

1995 সালে প্রতিষ্ঠিত Indo Thai Securities সংস্থাটির একটি স্টকের দাম আজকের দিনে দাঁড়িয়ে 359 টাকা। এই স্টকটি বিগত দিনগুলিতে বিনিয়োগকারীদের 182 শতাংশ রিটার্ন দিয়েছে। তবে যদি 6 মাসের হিসাব করা হয় সেক্ষেত্রে এই স্টকে টাকা রেখে 93 শতাংশ রিটার্ন পেয়েছেন ইনভেস্টররা। একাধিক ব্রোকারেজ ফার্ম এই স্টকে ভরসা রেখেছিল।

চতুর্থ স্টক

বিগত দিনগুলিতে মাল্টিব্যাগার হয়ে ওঠা স্টকগুলির তালিকায় নাম রয়েছে NACL Industries এরও। এই স্টকটি এক বছরে বিনিয়োগকারীদের 174 শতাংশ রিটার্ন প্রদান করেছে। 6 মাসের হিসেব করে দেখলে এই স্টক ইনভেস্টারদের মূল আমানতকে 13 শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। বেশ কয়েকটি ব্রোকারেজ ফার্ম এই স্টকে টাকা রাখার কথা বলেছিল। বলে রাখি, শেষ বারের মতো 19 ডিসেম্বর শেয়ার বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত এই স্টকের দাম ছিল 154 টাকা।

অবশ্যই পড়ুন: কেউই কিনছে না নতুন দল, IPL-র সাথে টেক্কা দিতে গিয়ে PSL নিয়ে লেজেগোবরে PCB!

পঞ্চম স্টক

1983 সালে প্রতিষ্ঠিত বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারক সংস্থা SML Mahindra এর একটি স্টকের দাম আজকের দিনে দাঁড়িয়ে 3,682 টাকা। 2025 সালে এই স্টকটি তার বিনিয়োগকারীদের কম করে 162 শতাংশ রিটার্ন দিয়েছে। সবচেয়ে মজার বিষয়, বিগত 6 মাসে এই স্টক থেকে 103 শতাংশ রিটার্ন পেয়েছেন ইনভেস্টাররা। একাধিক ব্রোকারেজ ফার্ম আজও এই স্টককে বাই রেটিং দিচ্ছে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment