বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (2026 Men’s T20 World Cup) দল ঘোষণা করে সকলকে চমকে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম চমক টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়ক শুভমন গিলের বাদ পড়া। দ্বিতীয় চমক ক্রমাগত ব্যর্থ হওয়া সত্বেও ফের ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কের আসনে সূর্যকুমার যাদবকেই রাখা। এছাড়াও তৃতীয় চমক হিসেবে হার্দিক পান্ডিয়া বা জসপ্রীত বুমরাহর বদলে অক্ষর প্যাটেলকে সহ অধিনায়ক বানানো। আর এসব নিয়েই এবার সরব হয়েছেন টিম ইন্ডিয়ার সমর্থকরা। ভক্তদের একটা বড় অংশের প্রশ্ন, টি-টোয়েন্টি ক্রিকেটে সম্প্রতি ব্যাট হাতে ব্যর্থ সূর্য এবং অক্ষর দুজনেই! তাও কেন বিশ্বকাপে ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হলো তাঁদেরই?
কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের দায়িত্ব গিয়ে পড়ল দুই ব্যর্থ প্লেয়ারের উপর?
একটা সময় ছিল, টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্যকুমার যাদব নামটা থাকতো সবার উপরে। 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান ছিলেন ভারতীয় দলের বর্তমান অধিনায়ক সূর্যকুমার। তাঁকে দেখে অনুপ্রেরণা পেতেন দেশের তরুণরা। কিন্তু সেই সব দিন আজ কোথায়? 2025 সাল অর্থাৎ গোটা একটা বছর ব্যাট হাতে সমর্থকদের শুধুই ব্যর্থতা উপহার দিয়েছেন স্কাই। সম্প্রতি এশিয়া কাপে তাঁর নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হলেও ব্যাট হাতে কিছুই করে দেখাতে পারেননি তিনি।
বলাই বাহুল্য, শেষবারের মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও শেষ ম্যাচে মাত্র 5 রানে আউট হয়ে মাঠ ছাড়েন অধিনায়ক সূর্য। তবে যদি গোটা বছরের কথা বলা হয় সেক্ষেত্রে এ বছর মোট 22টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অংশ নিয়ে মাত্র 218 রান করেছেন স্কাই। ব্যাট হাতে একটা হাফ সেঞ্চুরিও তুলতে পারেননি তিনি। তবে অবাক করা বিষয়, ব্যাটসম্যান সূর্যর চরম ব্যর্থতা সত্ত্বেও তাঁকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়কের দায়িত্বে রাখল BCCI।
আরও পড়ুনঃ প্রবল শীতে কাঁপছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, ৮ জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া
অন্যদিকে, টি-টোয়েন্টি দলের বর্তমান সহ অধিনায়ক অক্ষর প্যাটেলও সাম্প্রতিককালে ব্যাট হাতে যে খুব একটা আহামরি পারফরমেন্স দেখিয়েছেন তেমনটা নয়। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচে অংশ নিয়েছিলেন অক্ষর। যার মধ্যে একটিতে 21 এবং অপরটিতে 23 রান করেছিলেন তিনি। তাছাড়াও গত এশিয়া কাপে ভারতীয় দলের অংশ থেকেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি প্যাটেল। বলা বাহুল্য, এ বছর ভারতের হয়ে 8 থেকে 10টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অক্ষর। সেই আসরে 100 রানও করতে পারেননি তিনি।
অবশ্যই পড়ুন: ভোলবদল হবে সিউড়ির, কোটি কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার
প্রশ্ন উঠছে, ব্যাট হাতে সূর্য এবং অক্ষর দুজনেই ব্যর্থ হওয়া সত্বেও কেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হলো তাদের উপর? এ প্রসঙ্গে, ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকরের বক্তব্য, “প্রাথমিকভাবে আমরা ভারতীয় টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক হিসেবে শুভমন গিলকে নির্বাচন করি। তবে এই মুহূর্তে তিনি দলে না থাকায় কাউকে তো সহ অধিনায়ক করতেই হতো। এদিকে এর আগে গিলের অনুপস্থিতিতে ভারতীয় দলের সহ অধিনায়কত্ব করেছেন অক্ষর। এছাড়াও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে তার। সে কারণে তাঁকে বেছে নেওয়া।” তবে সূর্যকুমারকে অধিনায়ক রাখার বিষয়ে খোলাখুলিভাবে আগরকর কিছু না জানালেও অনেকেই মনে করছেন, ব্যাট হাতে ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে ভারতকে সাফল্য পাইয়ে এসেছেন তিনি। সে কারণেই তাঁকে অধিনায়কের আসনে বহাল রেখেছে বোর্ড।