সহেলি মিত্র, কলকাতাঃ ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার একের পর এক প্রকল্প চালু করেই চলেছে। এই প্রকল্পগুলির দরুণ উপকৃত হচ্ছে একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ, এক কথায় সব বয়সের মানুষ লাভবান হচ্ছেন। প্রকল্পগুলির মধ্যে রয়েছে কন্যাশ্রী, কর্মশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার ও আরও কত কী। তবে আজকের এই আর্টিকেলে আপনাদের এমন এক প্রকল্পের সন্ধান দেব যার দরুন বছরের পর বছর ধরে রাজ্যের বেকাররা লাভবান হয়ে আসছে। এই স্কিমের আওতায় প্রতি মাসে বেকারদের পাশে দাঁড়াতে ১৫০০ টাকা করে দেওয়া হয়। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এখন নিশ্চয়ই ভাবছেন যে কোন স্কিমের কথা বলা হচ্ছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
বেকারদের ১৫০০ টাকা দিচ্ছে সরকার
আজ যে স্কিমের সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেটির নাম হল ‘যুবশ্রী’ (Yuvasree Prakalpa)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ২০১৩ সালে এই স্কিম লঞ্চ করে পশ্চিমবঙ্গ সরকার। এই স্কিমের অধীনে রাজ্যের বেকার যুবকদের মাসিক ১,৫০০ টাকা ভাতা প্রদান করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ২০১৩ সালে প্রথম এই প্রকল্প শুরু করেন। সেসময় প্রকল্পটির নাম ছিল যুব উৎসাহ প্রকল্প ২০১৩। পরবর্তীতে নাম পরিবর্তন করা হয়। যার নতুন নামকরণ হয় যুবশ্রী প্রকল্প। যাইহোক, মূলত কর্মহীন যুবসমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য এই যুবশ্রী প্রকল্প বছরের পর বছর ধরে চালিয়ে আসছে সরকার।
যুবশ্রী প্রকল্পের যোগ্যতা
এই স্কিমে যদি কেউ আবেদন জানাতে চান তাহলে আবেদকারীর এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকা আবশ্যিক। আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে না। এই প্রকল্পের অধীনে যাঁরা আবেদন করবেন এবং তাঁদের মধ্যে যাঁরা নির্বাচিত হবেন তাঁদের প্রতিমাসে ১৫০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে।
আরও পড়ুনঃ ফর্মে নেই দুজনের কেউই, তাও কেন বিশ্বকাপে ভারতের দায়িত্বে সূর্যকুমার-অক্ষর?
কী কী নথি লাগবে?
এবার আসা যাক আবেদনের জন্য প্রার্থীর কী কী নথি লাগবে। ‘যুবশ্রী’ প্রকল্পে যাঁরা আবেদন করবেন তাঁরা আবেদনের সময় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ইনকাম সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিলেট, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের শংসাপত্র নিজের কাছে রাখতে হবে। যাঁরা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন তাঁরা অষ্টম শ্রেণি পাশ করার সার্টিফিকেট সঙ্গে রাখবেন।
আরও পড়ুনঃ প্রবল শীতে কাঁপছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, ৮ জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া
কীভাবে আবেদন করবেন?
- যুবশ্রী স্কিমের জন্য আবেদন করার একমাত্র উপায় হল পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টালের www.employmentbankwb.gov.in মাধ্যমে।
- হোমপেজে Job seeker অপশনে ক্লিক করুন।
- নতুন এনরোলমেন্ট জব সিকার হিসাবে নিজেকে রেজিস্টার করুন।
- প্রয়োজনীয় তথ্য লিখুন (যেমন নাম, ঠিকানা, কাস্ট, জন্ম তারিখ ইত্যাদি)।
- Submit অপশনে ক্লিক করুন।